দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো

দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun bstan 'dzin rgya mtsho) (১৮৫২-১৯১২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো ১৮৫২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ঝ্বা-দ্মার (ওয়াইলি: zhwa dmar) নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বান-য়ান (ওয়াইলি: ban yan) এবং মাতার নাম ছিল মা-গ্চিগ (ওয়াইলি: ma gcig)। কম বয়সে তাকে ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: ngag dbang bstan 'dzin rgya mtsho) নামক তৃতীয় আ-ম্দো-ঝ্বা-দ্মার (ওয়াইলি: a mdo zhwa dmar) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। চার বছর বয়স থেকে তিনি লা-মো-ব্দে-ছেন (ওয়াইলি: la mo bde chen) বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন এবং আট বছর বয়সে থার-শুল-দ্গে-'দুন-ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: thar shul dge 'dun chos skyong rgya mtsho) নামক এক ভিক্ষুর নিকট শ্রমণের শপথ গ্রহণ করেন। দ্রুং-ছেন-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: drung chen shes rab rgya mtsho) এবং স্তাগ-রি-রাব-'ব্যাম্স-পা-ব্লো-ব্জাং-ন্যি-মা (ওয়াইলি: stag ri rab 'byams pa blo bzang nyi ma) নামক দুই বৌদ্ধ ভিক্ষু এই সময় তার শিক্ষক ছিলেন। উনিশ বছর বয়সে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল (ওয়াইলি: bla brang bkra shis 'khyil) বৌদ্ধবিহারে দ্রুং-ছেন-শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: drung chen shes rab rgya mtsho), ঝাং-স্তোন-ব্স্তান-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: zhang ston bstan pa rgya mtsho), ম্খাস-দ্বাং-দ্গে-'দুন-ব্জাং-পো (ওয়াইলি: mkhas dbang dge 'dun bzang po) প্রভৃতি ভিক্ষুদের নিকট শিক্ষালাভ করেন। এই সময় তিনি ন্যা-লুং-স্ঙ্গাগস-রাব্স-পা-দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: nya lung sngags rabs pa dge 'dun bstan 'dzin) নামক লামার নিকট জ্যোতিষশাস্ত্র, ছু-ক্যা-'তসো-ব্যেদ (ওয়াইলি: chu kya 'tso byed) নামক লামার নিকট চিকিৎসাশাস্ত্র এবং ত্শা-'দাম-পা-'জাম-দ্ব্যাংস-ত্শুল-খ্রিম্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: tsha 'dam pa 'jam dbyangs tshul khrims rgya mtsho) নামক লামার নিকট ব্যাকরণ সম্বন্ধে শিক্ষালাভ করেন। শিক্ষালাভের শেষে তিনি দীর্ঘ পনেরো বছর সাধনায় লিপ্ত থাকেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি দ্পাল-মি-'গ্যুর-দ্গা'-ল্দান-ব্ক্রা-শিস-ছোস-স্দিংস (ওয়াইলি: dpal mi 'gyur dga' ldan bkra shis chos sdings) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। ত্রয়োদশ দলাই লামা তার বৌদ্ধধর্ম সম্বন্ধে জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে পণ্ডিত উপাধি প্রদান করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Namgyal, Tsering (জানুয়ারি ২০১৩)। "The Fourth Amdo Zhamar, Gendun Tendzin Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৮ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো
দ্গে-'দুন-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো
চতুর্থ আ-ম্দো-ঝ্বা-দ্মার
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্শাদ-স্গ্রুব-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো