দ্কার-ছাগ-'ফাং-থাং-মা

দ্কার-ছাগ-'ফাং-থাং-মা (ওয়াইলি: dkar-chag 'Phang-thang-ma) ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি সূচীপত্র বিশেষ যেখানে তিব্বত সাম্রাজ্যের আমলে সংস্কৃত বৌদ্ধগ্রন্থগুলির তিব্বতী ভাষায় অনুবাদকর্ম তালিকাভুক্ত করা রয়েছে।

ইতিহাস সম্পাদনা

দ্কার-ছাগ-'ফাং-থাং-মা কথাটির অর্থ মধ্য তিব্বতের 'ফাং-থাং অঞ্চলে তৈরী সূচীপত্র। নবম শতাব্দীতে তিব্বত সম্রাটরা এই সূচীপত্র নির্মাণে জন্য অর্থদান করেন।[১][২][৩][৪] এই প্রকার আরো দুইটি সূচীপত্র ঐ সময় তৈরী হয়েছিল। এগুলি হল দ্কার-ছাগ-ল্দান-দ্কার-মা (ওয়াইলি: dkar-chag lDan-dkar-ma) বা ল্দান-দ্কার অঞ্চলে তৈরী সূচীপত্র[৫][৬][৭] এবং দ্কার-ছাগ-ব্সাম-য়াস-ম্ছিম্স-ফু-মা (ওয়াইলি: dkar-chag bSam-yas mChims-phu-ma) বা সম-য়ে বৌদ্ধবিহারে তৈরী সূচীপত্র। এর মধ্যে সম-য়ে বৌদ্ধবিহারে তৈরী সূচীপত্রটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Halkias, Georgios. 2004. ‘Tibetan Buddhism Registered: An Imperial Catalogue from the Palace Temple of ’Phang-thang.’ Eastern Buddhist, XXXVI, 1 & 2: 46-105.
  2. Kawagoe Eshin 川越英真 (2005a). “『パンタン目録』の研究 A Study of dKar chag 'Phang thang ma.” 日本西蔵学会会報 Japanese Association for Tibetan Studies 51: 115 – 131.
  3. Kawagoe Eishin 川越英真 (2005b). Dkar chag ʼPhang thang ma. Sendai: 東北インド・チベット研究会Tōhoku Indo-Chibetto Kenkyūkai.
  4. Dotson, Brandon. 2007. '‘Emperor’ Mu-rug-btsan and the `Phang thang ma Catalogue.' Journal of the International Association of Tibetan Studies, 3 . pp. 1-25.
  5. Herrmann-Pfandt, Adelheid. 2008. Die lHan kar ma: ein früher Katalog der ins Tibetische übersetzten buddhistischen Texte. Wien: Verlag der österreichischen Akademie der Wissenschaften.
  6. Yoshimura, Shyuki. 1950. The Denkar-ma: An Oldest Catalogue of the Tibetan Buddhist Canons. Kyoto: Ryukoku University.
  7. Lalou, Marcelle. 1953. “Les textes bouddhiques au temps du roi Khri-sroṅ-lde-bcan. Contribution à la bibliographie du Kanjur et du Tanjur.” Journal Asiatique, 241: 313-53.