দোস্তজি

২০২১ সালের বাংলা চলচ্চিত্র

দোস্তজি: টু ফ্রেন্ডস প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র।[১]

দোস্তজি
দোস্তজি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রসূন চট্টোপাধ্যায়[১]
প্রযোজকপ্রসূন চট্টোপাধ্যায়
সৌম্য মুখোপাধ্যায়
প্রসেনজিৎ রঞ্জন নাথ
ইভি ইউ-হুয়া শেন
রচয়িতাপ্রসূন চট্টোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেআরিফ সেখ
আশিক সেখ
জ্যোতি চক্রবর্তী
অনুজয় চট্টোপাধ্যায়ের
স্বতীলেখা কুণ্ডু
ইওরপ্রীতম
সুরকারইওরপ্রীতম
চিত্রগ্রাহকতুহিন বিশ্বাস
সম্পাদকশান্তনু মুখোপাধ্যায়
সুজয় দত্তরায়
প্রযোজনা
কোম্পানি
কথক টকিজ
মুক্তি২০২১; ৩ বছর আগে (2021)
স্থিতিকাল১১১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

প্রেক্ষাপট সম্পাদনা

চলচ্চিত্রের দুই মূল চরিত্র "পলাশ" ও "সাফি" দুজনেরই বয়স ৮ বছর। তারা যে গ্রামে বাস করে সেটি একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রাম; তবে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ই মিলেমিশে বাস করে, দুই সম্প্রদায়েরই উৎসবে উপহার আদান-প্রদান হয়, জীবন-জীবিকায় ধর্মীয় প্রভাব খুব কম। কিন্তু হিন্দুদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস হলে, তাদের গ্রামেও তার প্রভাব পড়ে এবং জনতার মাঝে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি দেখে পলাশের বাবা উদ্বেগ প্রকাশ করে; অন্যদিকে সাফির বাবা তাকে পলাশের সাথে আর খেলতে বারণ করে, যে বারণ সফি অনুসরণ করতে অস্বীকার করে।

অভিনয়ে সম্পাদনা

  • আশিক সেখ
  • আরিফ সেখ
  • অনুজয় চট্টোপাধ্যায়ের
  • ইওরপ্রীতম
  • স্বতীলেখা কুণ্ডু
  • জ্যোতি চক্রবর্তী
  • জয়ন্ত ব্যানার্জী

পুরস্কার সম্পাদনা

বছর পুরস্কার চলচ্চিত্র উৎসব দেশ
২০২২ জুরি পুরস্কার[২] জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব   শ্রীলঙ্কা
২০২২ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার[৩] স্মাইল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ   ভারত
২০২২ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার ইউকে এসিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল   যুক্তরাজ্য

বহিঃসংযোগ সম্পাদনা

ইন্টারনেট মুভি ডেটাবেজে দোস্তজি (ইংরেজি)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মুর্শিদাবাদের জনজীবন ও দুই শিশুর গল্প নিয়ে তৈরি 'দোস্তজি'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  2. "'Dostojee' wins top prize at Jaffna International Cinema Festival"। ঢাকা ট্রিবিউন  অজানা প্যারামিটার |প্রকাশের-তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  3. "DOSTOJEE (TWO FRIENDS) WON THE CIFEJ AWARD"। cifej.com