দোয়াবা (উর্দু: دوآبہ‎‎), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালী জেলার একটি শহর ও ইউনিয়ন পরিষদ।[১] এটি পিপলান তেহসিলের ৩২°২০'১এন৭১°২৩'৪৪ই দ্রাঘিমাংশে এ অবস্থিত।[২] রেলস্টেশনটির নাম ভাম্ব নামকরণ করা হয় এখানকার প্রধান জনবহুল উপজাতি "ভাম্ব" দের নামের সাথে মিলিয়ে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী শহরটির পশ্চিম দিকে সিন্ধু নদী এবং পূর্ব দিকে প্রধান থাল খাল রয়েছে। এটি পিপলান তহসিলের প্রধান ঐতিহাসিক শহর এবং এখানকার অধিবাসীদের প্রধান পেশা হচ্ছে কৃষি।

দোয়াবা
Doaba

دوآبہ
শহর ও ইউনিয়ন পরিষদ
দেশপাকিস্তান
অঞ্চলপাঞ্জাব
জেলামিয়ানওয়ালী জেলা
তহসিলপিপলান তহসিল
সরকার
 • সভাপতিহাজী মালিক ইকবাল বাছাড়
জনসংখ্যা
 • শহর ও ইউনিয়ন পরিষদ২৫,০০০
 • পৌর এলাকা২০,০০০
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
এলাকা কোড০৪৫৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tehsils & Unions in the District of Mianwali - Government of Pakistan"। ১১ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  2. Location of Duaba - Falling Rain Genomics