দৈব যুক্তিদোষ (ইংরেজি: Divine fallacy) এক ধরনের অরৌপ যুক্তিদোষ। এটিতে বলা হয় যে যেহেতু কোনও বিবৃতি কোনও ব্যক্তির ব্যক্তিগত প্রত্যাশার বা বিশ্বাসের সাথে অসঙ্গতিপূর্ণ, কিংবা সেটিকে ঐ ব্যক্তির পক্ষে কল্পনা করা দুরূহ, সেহেতু সেই বিবৃতিটি অবশ্যই মিথ্যা। অন্য ভাষায় মানুষ যখন কোনও কিছুকে এতটাই অলৌকিক বা নিজে করতে অক্ষম বলে মনে করে, তখন তারা ধরে নেয় সেটিকে কোনও দৈব শক্তি (ঈশ্বর, বহির্জাগতিক প্রাণ, দেব-দেবতা, ইত্যাদি) সৃষ্টি করেছে।[১] যদি কোনও কিছু কল্পনা করা অবিশ্বাস্য বা কঠিন মনে হয়, তার মানে সেটি মিথ্যা। দৈব যুক্তিদোষকে অবিশ্বাসমূলক যুক্তি (Argument from incredulity), ব্যক্তিগত অবিশ্বাসমূলক যুক্তি (Argument from personal incredulity), সাধারণ কাণ্ডজ্ঞাননির্ভর যুক্তি (Appeal to common sense), ইত্যাদি নামেও ডাকা হয়।

দৈব যুক্তিদোষ নিচের গঠনের মত হতে পারেঃ

  1. আমি কল্পনাও করতে পারছি না, সত্য হবে, অর্থাৎ ক মিথ্যা।
  2. আমি কল্পনাও করতে পারছি না, মিথ্যা হবে অর্থাৎ ক সত্য।[২] দৈব যুক্তিদোষ তখনই ঘটে, যখন মানুষ কোনও কিছু হৃদয়ঙ্গম করতে অসমর্থ হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sen, Madhucchanda (২০১১)। An Introduction to Critical ThinkingPearson Education India। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৬ 
  2. Personal incredulity – yourlogicalfallacyis.com
  3. "Toolkit for Thinking"। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮