দৈনিক দবঙ্গ দুনিয়া

দবঙ্গ দুনিয়া (হিন্দি: दैनिक दबंग दुनिया) ভারতের একটি দৈনিককাগজ। ২০১২ সালের ১২ নভেম্বর তারিখে দবঙ্গ দুনিয়ার প্রতিষ্ঠা হয় এবং এই কাগজের খবরের গুণে তা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। যা ভারতের চারটি রাজ্যে দশটি জায়গা থেকে প্রকাশিত হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এই পত্রিকার মোট ১০ টি সংস্করণ মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ প্রতিলিপি ছাপানো হয়।

দৈনিক দবঙ্গ দুনিয়া
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট
মালিকদবঙ্গ পাবলিকেশন প্রাইভেট লিমিটেড
প্রধান সম্পাদককিশোর বাধবানী
প্রতিষ্ঠাকালনভেম্বর ১২, ২০১২; ১১ বছর আগে (November 12, 2012)
রাজনৈতিক মতাদর্শনিরপেক্ষ [১]
ভাষাহিন্দি ভাষা
সদর দপ্তরনরিমন পইন্ট মুম্বাই, ভারত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "World Newspapers and Magazines"। Worldpress.org। সংগ্রহের তারিখ ২০০৬-১২-৩০