দে কিউইতাতে দেই
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০২০) |
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২০) |
ঈশ্বরের নগরী (লাতিন ভাষায়: De Civitate Dei; ইংরেজি নাম: The City of God) সেন্ট অগাস্টিন কর্তৃক রচিত একটি বই। ৫ম শতকে রচিত এই বইয়ে ঈশ্বর, শাহাদাত, ইহুদি ধর্ম এবং অন্যান্য খ্রিস্টীয় দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। খ্রিষ্ট ধর্মের কারণে রোমের পতন ঘটেছে এমন দাবির প্রেক্ষিতে অগাস্টিন এই বইটি লিখেছিলেন। বইটিকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচনা করা হয়। তার লেখা অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে আছে, স্বীকারোক্তি, দ্য এনরিডিয়ন, অন ক্রিস্টিয়ান ডকট্রিন এবং অন দ্য ট্রিনিটি। সবচেয়ে প্রভাবশালী চার্চ ফাদারদের একজন হিসেবে ঈশ্বরের নগরী বইটিকে পশ্চিমা চিন্তাধারার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। ধার্মিকের যন্ত্রণা ভোগ, শয়তানের অস্তিত্ব, মুক্তচিন্তা বনাম স্রষ্টার সর্বজ্ঞতা, আদিপাপসহ লেখক বইটিতে ধর্মত্বত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখিত দর্শন
সম্পাদনাসাধু অগাস্টিন মনে করতেন মানবজাতির ইতিহাস "ঈশ্বরের রাজ্য" এবং "জগতের রাজ্য" নামে দুটি আলাদা রাজ্যে বিভক্ত। এগুলো পৃথক পৃথক রাজনৈতিক রাজ্য নয়। বরং প্রতিটি মানুষের মধ্যেই এই দুই রাজ্যের অস্তিত্ব আছে। রাজ্য দুটির মধ্যে অবিরাম সংঘর্ষ চলে। প্রতিটি রাজ্যই একে অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। বাইবেলে যিশুর শিক্ষা থেকেই এই রাজ্যের ধারণা এসেছে। এখানে নগরী বলতে তিনি রাজ্যই বুঝিয়েছেন।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইংরেজি ভাষায় - Full text
- লাতিন ভাষায় - Original full text — দ্য ল্যাটিন লাইব্রেরি