দেবেশচন্দ্র ঠাকুর

ভারতীয় রাজনীতিবিদ

দেবেশচন্দ্র ঠাকুর (জন্ম: ৩ জুলাই ১৯৫৩, বিহারের সীতামঢ়ী) বিহার বিধানসভা নির্বাজনে তিরহুট গ্রাজুয়েট নির্বাচনী এলাকা (চার জেলার সীতামঢ়ী, মজঃফরপুর, বৈশালী এবং শিউহর) থেকে তিনবার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা সীতামঢ়ীতে শেষ করেন। তারপরে তিনি পুনের সৈনিক স্কুলে এবং পরে পুনের ফার্গুসন কলেজে পড়তে যান। তিনি আইএলএস আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০২, ২০০৮ ও ২০১৪ সালে তিনি তিরহুত গ্রেজুয়েট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন। [১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Devesh Chandra Thakur profile"। sitamarhi.bih.nic.in। ২৬ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬ 
  2. "Tirhut faces a tough contest this time"The Times of India। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬