দেবেন্দ্র ঝাঝরিয়া

ভারতীয় অ্যাথলেট

দেবেন্দ্র ঝাজারিয়া (জন্ম: ১০ জুন ১৯৮১) একটি ভারতীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ, যে জ্যাভেলিন থ্রো এফ ৪৬ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান। ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভিলিন নিক্ষেপে তিনি প্রথম স্বর্ণ জিতেছিলেন, তিনি প্যারালিম্পিকে নিজের দেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক বিজয়ী হয়ে উঠেছিলেন। রিও ডি জেনিরোতে ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি তার আগের রেকর্ডকে আরও ভাল করে একই ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক জিতেন। দেবেন্দ্রকে বর্তমানে প্যারা চ্যাম্পিয়ন্স প্রোগ্রামের মাধ্যমে গোস্পোর্টস ফাউন্ডেশন স্পন্সর করছে।

দেবেন্দ্র ঝাঝারিয়া
২০১৬ প্যারালিম্পিকে স্বর্ণপদকের সাথে দেবেন্দ্র
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1981-06-10) ১০ জুন ১৯৮১ (বয়স ৪২)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগএফ৪৬ বর্শা নিক্ষেপণ
প্রশিক্ষকআর ডি সিং
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল2004
পদকের তথ্য
Track and field (athletics)
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
Paralympic Games
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২০ টোকিও Javelin - F46
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৬ রিও Javelin - F46
স্বর্ণ পদক - প্রথম স্থান 2004 Athens Javelin - F44/46
IPC World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2013 Lyon Javelin - F46
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2015 Doha Javelin - F46
Asian Para Games
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2014 Incheon Javelin - F46

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FICCI announces the Winners of India Sports Awards for 2014"IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫