দেউকি নেপালের সুদূর পশ্চিমাঞ্চলে প্রচলিত একটি প্রাচীন প্রথা যেখানে একটি অল্পবয়সী মেয়েকে স্থানীয় মন্দিরে নিবেদন করা হয়। [] অবশ্য এর চর্চা কমে যাচ্ছে। []

মেয়েরা দেউকি হয়ে যায় কারণ তাদের পিতামাতা তাদের দেবতাদের কাছ থেকে সুরক্ষা এবং ভাল অনুগ্রহ লাভের আশায় তাদের প্রস্তাব করেন বা তাদের পিতামাতা একই পবিত্র অনুমোদনের জন্য ধনী দম্পতিদের কাছে তাদের বিক্রি করেন। [] দরিদ্র পরিবার যারা তাদের কন্যাদের অর্পণ করে তারা তাদের সম্প্রদায়ের কাছ থেকে মর্যাদা এবং অনুমোদন লাভ করে তাদের করা অনুভূত ত্যাগ থেকে। তারা তাদের মেয়েদের জন্য স্বামী খোঁজার ভার থেকেও মুক্তি পায়। []

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা