দুশমন দুনিয়া কা
১৯৯৬-এর ভারতীয় চলচ্চিত্র
দুশমন দুনিয়া কা ([Dushman Duniya Ka - The World's Enemy] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহমুদ এবং প্রযোজনা করেছেন অশোক মিশ্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত লায়লা মেহদিন, মঞ্জুর আলী ও জীতেন্দ্র। এছাড়াও শাহরুখ খান ও সালমান খান বিশেষ অতিথি হিসেবে আবির্ভূত হন।
দুশমন দুনিয়া কা | |
---|---|
পরিচালক | মেহমুদ |
প্রযোজক | অশোক মিশ্র |
রচয়িতা | আজিজ কুয়াইসী |
শ্রেষ্ঠাংশে | জীতেন্দ্র শাহরুখ খান লায়লা মেহ্দিন সলমান খান |
সুরকার | অনু মালিক |
চিত্রগ্রাহক | শংকার নাইডু |
সম্পাদক | হীরা |
মুক্তি | ২০ সেপ্টেম্বর, ১৯৯৬ |
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- জীতেন্দ্র - মহেশ ঠাকুর
- মনজুর আলী - লাকি
- সুমালাথা - রেশমা
- লায়লা মেহদিন - লতা
- শাহরুখ খান - বাদ্রু (বিশেষ ভূমিকায়)
- সলমান খান - সলমান (বিশেষ ভূমিকায়)
- জনি লিভার - প্রধান শিক্ষক
- ফরিদা জালাল - মহিলা আশ্রয় এর ম্যানেজার
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দুশমন দুনিয়া কা (ইংরেজি)