দুর্গাদাস বসু (১৯১০ - ১৬ মে ১৯৯৭) ছিলেন ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যাকার, বিশ্বখ্যাত সংবিধান-বিশারদ ও বিচাপতি।[১] তিনি কমেন্ট্রি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকেসবুক অন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ল[২][৩] প্রথম বইটি ভারতীয় সংবিধানের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক বিজ্ঞান ও আইন বিদ্যার সর্বাধিক গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তকগুলির অন্যতম।[২][৪]

দুর্গাদাস বসু
জন্ম১৯১০
খুলনা ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু১৬ মে ১৯৯৭
পেশাআইনজীবি
পিতা-মাতারাখাল বসু (পিতা)
সুশীলাবালা (মাতা)
পুরস্কার পদ্মভূষণ (১৯৮৫)

১৯৮৫ সালে দুর্গাদাস বসু পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ১৯৯৪ সালে তিনি এশিয়াটিক সোসাইটির সাম্মানিক ফেলো মনোনীত হন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১৬৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. Basu, Durga Das (২০১৩)। Introduction to the Constitution of India (21st সংস্করণ)। Lexis Nexis। আইএসবিএন 8180389189 
  3. International and Comparative Law Quarterly24 (03): 595–596। জুলাই ১৯৭৫।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  4. Pai, Sudhish (১ আগস্ট ২০১৩)। Legends in Law (Our Great Forebears) (1st সংস্করণ)। Universal Law Publishing। আইএসবিএন 9789350352458 
  5. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫