দীপা রামানুজম

অভিনেত্রী

দীপা রামানুজম হলেন একজন ভারতীয় উদ্যোক্তা এবং চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। [][] রজনীকান্ত অভিনীত অরুণাচলম (১৯৯৭) চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রজগতে প্রবেশ করেছিলেন। একই সময়ে তিনি কে. বালাচন্দরের টেলিভিশন ধারাবাহিক প্রেমি-তে অভিনয়ে করেছিলেন।

দীপা রামানুজম
জন্ম
দীপা

(1966-08-31) ৩১ আগস্ট ১৯৬৬ (বয়স ৫৮)
জাতীয়তাভারতীয়
পেশা
দাম্পত্য সঙ্গীরামানুজম

তিনি আমেরিকা ভিত্তিক থিয়েটার গ্রুপ শ্রদ্ধা ও ক্রিয়ার সহযোগিতায় শ্রী থেনান্ডাল ফিল্মস প্রযোজিত একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী মঞ্চনাটক চিল্লু পরিচালনার জন্য সমধকি জনপ্রিয়তা পেয়েছেন।[][] 'তিনি শশী পরিচালিত পিচৈক্কারন ছায়াছবিতে ভুবনেশ্বরী চরিত্রে অভিনয়ের জন্যও সুপরিচিত।

২০২০ সাল থেকে তিনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন। তিনি লোটাসলাইন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ অক্টোবর ২০২২ তারিখে ব্র্যান্ডের নামে ভারতীয় নারীদের জন্য ডেনিম জিনসের নিজস্ব একটি পদ্ধতি শুরু করেছেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

সম্পাদনা
  • অরুণাচলম
  • উত্তম ভিলেন
  • স্পাইডার
  • বিমানম
  • আদিত্য বর্মা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Team, DNA Web (২০১৬-০১-২২)। "Simbu's 'Idhu Namma Aalu' expected to release soon"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  2. "I respect those who rehearse for films: Kamal Haasan"Deccan Chronicle 
  3. "Shraddha's next play"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-০৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯ 
  4. "Dheepa, the new mommy in K'wood - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯