দীপান্বিতা রায় একজন বাঙালি লেখিকা ও সাংবাদিক।

দীপান্বিতা রায়
পেশালেখিকা ও সাংবাদিক
ভাষা
নাগরিকত্বভারত
উল্লেখযোগ্য পুরস্কারবাল সাহিত্য পুরস্কার
২০২৪

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পঠন-পাঠন সম্পন্ন করেছেন। তিনি বরাবর শিশু সাহিত্য রচনায় অধিক আগ্রহী।

সাহিত্য অকাদেমি ২০২৪ সালে দীপান্বিতা রায়কে বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত করে।[১][২][৩]

সৃষ্টিকর্ম

সম্পাদনা

দীপান্বিতা রায় মূলত একজন শিশু সাহিত্যিক। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থগুলি হল গবেষণাগারে গুপ্ত চোর, জলের তলায় আতঙ্কমাহিদাদুর অ্যান্টিডোট[২][৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bal Sahitya Puraskar (2010-2024)"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  2. "'তুইও একদিন পাবি', সত্যি হল নবনীতা দেবসেনের ভবিষ্যদ্বাণী! আত্মহারা দীপান্বিতা"sangbadpratidin। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  3. "দুই নারী! বাল সাহিত্য অকাদেমি পেলেন দীপান্বিতা রায়, যুব অকাদেমি কবি সুতপা চক্রবর্তীর"sangbadpratidin। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪