দীপনির্বাণ

উপন্যাস

দীপনির্বাণ ১৮৭৬ সালে প্রকাশিত স্বর্ণকুমারী দেবী লিখিত একটি উপন্যাস। এটি ছিল স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস। এটি কোন বাঙ্গালী নারীর লেখা প্রথম উপন্যাস। ১৮৫২ সালে হানা ক্যাথরিন মুলেনস তার ফুলমণি ও করুণার বৃত্তান্ত প্রকাশ করে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিকের মর্যাদা লাভ করেন। দীপনির্বাণ ছিল জাতীয়তাবাদী ভাবে অনুপ্রাণিত এক উপন্যাস।[১][২]

দীপনির্বাণ
লেখকস্বর্ণকুমারী দেবী
মূল শিরোনামদীপনির্বাণ
দেশঅবিভক্ত ভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশিত১৮৭৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. ব্যানার্জি, হিরন্ময়, ঠাকুরবাড়ির কথা, (বাংলা), পৃষ্ঠা ১১৯, শিশু সাহিত্য সংসদ।
  2. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ, সাহিত্যে বঙ্গ মহিলা, বেথুন কলেজ ও স্কুল শতবার্ষিকী খণ্ড, ডঃ কালিদাস নাগ সম্পাদিত, ১৯৪৯, পৃষ্ঠা ১৯৯