দীপক লাথের

ভারতীয় ভারোত্তোলক

দীপক লাথের (ইংরেজি: Deepak Lather), (জন্ম ২৫ মার্চ ২০০০) একজন ভারতীয় ভারোত্তোলক। তিনি হরিয়ানার শাদিপূর গ্রাম থেকে এসেছেন। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে তিনি ভারোত্তোলনে পুরুষদের ৬৯ কেজি শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। [২] তিনি বাহাদুরগড়ের পিডিএম ইউনিভার্সিটিতে থেকে বিএএম নিয়ে পড়াশুনো করছেন। [৩] তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি যে ভারোত্তোলনে জাতীয় রেকর্ড করেছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতে বোম্বাই স্যাপার্সে একজন নায়েব সুবেদার।[৪]

দীপক লাথের
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (2000-03-25) ২৫ মার্চ ২০০০ (বয়স ২৪)
শাদিপূর গ্রাম, হরিয়ানা, ভারত[১]
উচ্চতা১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি) (২০১৮)
ওজন৬৯ কেজি (১৫২ পা) (২০১৮)
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগভারোত্তোলন – পুরুষদের ৬৯ কেজি
প্রশিক্ষকবিজয় শর্মা
পদকের তথ্য
পুরুষদের
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ গোল্ড কোস্ট পুরুষদের ৬৯ কেজি

ব্যক্তিগত জীবন এবং পরিবার সম্পাদনা

দীপক লাথের বাবা বিজেনদার লাথের পেশাতে একজন কৃষক। তিনি বাল্যকাল থেকে পিতার কৃষিজমিতে কাজ করতেন তার ফলে তার শক্তি বৃদ্ধি পায় এবং তাকে একজন ভারোত্তোলক হতে সহায়তা করে। ১৬ বছর বয়সে, জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি পুরুষের ৬২ কেজি শ্রেণিতে জাতীয় রেকর্ড ভেঙ্গেছিলেন। [৫] ২০০৮ সালে ভারতীয় সেনাবাহিনীর স্পোর্টস ইনস্টিটিউটে পরীক্ষা দেন। পরে তিনি স্পোর্টস কোটায় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রাথমিকভাবে ডাইভিংয়ের জন্য প্রশিক্ষিত হন। কিন্তু কয়েক মাসের প্রশিক্ষণের পর, তিনি ভারোত্তোলনের জন্য পুনরায় প্রশিক্ষণ লাভ করেন। [৬]

কর্মজীবন সম্পাদনা

২০১৫, জাতীয় চ্যাম্পিয়নশিপস, কেরল, ভারত সম্পাদনা

২০১৫ সালে, কেরল, ভারতে, অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে, দীপক, ৬২ কেজির শ্রেণীতেতে স্ন্যাচে ১২৬ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি, মোট ২৬৭ কেজি ওজন তুলে, প্রথম স্থান অর্জুন করেন। তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।[৪]

২০১৫, বিশ্ব চ্যাম্পিয়নশিপস, হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পাদনা

২০১৫ সালে, হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্রে, অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে, দীপক, ৬২ কেজির শ্রেণীতেতে স্ন্যাচে ১১৬ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি, মোট ২৯৫ কেজি ওজন তুলে, ৩৭ তম স্থান লাভ করেন।তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অংশগ্রহণ করলেন।[২]

২০১৫, কমনওয়েলথ ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপস, পুনে, ভারত সম্পাদনা

২০১৫ সালে, পুনে, ভারতে, অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপে, দীপক, ৬২ কেজির শ্রেণীতেতে স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি, মোট ২৬১ কেজি ওজন তুলে, প্রথম স্থান অর্জুন করেন।[২]

২০১৭, কমনওয়েলথ ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপস, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া সম্পাদনা

২০১৭ সালে, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া, অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপে, দীপক, দেশের জন্য তিনটি পদক জিতেছেন। যুব ও জুনিয়রের পুরুষের বিভাগে ৬৯ কেজি শ্রেণিতে দুটি স্বর্ণ পদক জেতেন এবং তিনি মোট ২৯৫ কিলোগ্রাম (১৩৮ কেজি + ১৫৭ কেজি) উত্তোলন করে সিনিয়র পুরুষের বিভাগে ৬৯ কেজি শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৭]

২০১৮, কমনওয়েলথ গেমস, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া সম্পাদনা

২০১৮ সালে, গোল্ড কোস্ট,অস্ট্রেলিয়াতে, অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে, দীপক, ৬৯ কেজির শ্রেণীতেতে স্ন্যাচে ১৩৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৫৭ কেজি, মোট ২৯৫ কেজি ওজন তুলে, তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Who is Deepak Lather? Meet the farm boy who lifted India high at Gold Coast with his bronze medal"Times Now। ৬ এপ্রিল ২০১৮। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮ 
  2. "Weightlifting | Result Men's 69kg - Gold Coast 2018 Commonwealth Games"results.gc2018.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৬ 
  3. "Weightlifting | Athlete Profile: Deepak LATHER - Gold Coast 2018 Commonwealth Games"results.gc2018.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৬ 
  4. "Deepak Lather: Farm boy to strong man"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-০১-১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৬ 
  5. Staff, Scroll। "All you need to know about Deepak Lather, India's 18-year-old weightlifting medallist"Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১ 
  6. Team, Editorial (২০১৮-০৪-০৮)। "Naib Subedar Deepak Lather - Youngest Weightlifter to Win CWG Medal"SSBToSuccess (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১ 
  7. "Deepak Lather scripts history, wins 2 gold, 1 bronze in sr commonwealth weightlifting C'ship"Uni India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২১