দীনেশ পারমার

ভারতীয় রাজনীতিবিদ

ডাঃ দীনেশ পারমার একজন ভারতীয় রাজনীতিবিদ এবং মেডিক্যাল চিকিৎসক। পারমার জামনগরের বাসিন্দা। [১] তিনি এম পি শাহ মেডিকেল কলেজ থেকে স্নাতক হন। [২] তিনি ১৯৯১ সালে গুজরাত সরকারের প্রতিমন্ত্রী মনোনীত হন। [৩][৪]

পারমার ১৯৯০ সালে (জনতা দলের প্রার্থী হিসাবে), ১৯৯৫ সালে (ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে) এবং ২০১২ সালে গুজরাত বিধানসভায় নির্বাচিত হন। ১৯৯৮ ও ২০০৭ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। [২]

২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে কচ্ছ আসনের জন্য কংগ্রেস পারমারকে প্রার্থী করেছিল। [১][২]

ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিয়ে বরখাস্ত হওয়া ৫৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে তিনিও ছিলেন। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Indian Express. For Dinesh Parmar, it’s a long day out on Kutch streets
  2. Desh Gujarat. Kutch Congress cadre further demoralized
  3. British Broadcasting Corporation. Monitoring Service (১৯৯১)। Summary of World Broadcasts: Far East, Part 3। Monitoring Service of the British Broadcasting Corporation। পৃষ্ঠা B-4। 
  4. India Today, Vol. 22। Thomson Living Media India Limited। ১৯৯৭। পৃষ্ঠা 126। 
  5. "Congress MLAs suspended, again | Ahmedabad News - Times of India"