দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক

দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক লিমিটেড ১৯৪০ সালে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এর সদর দফতর ছিল কলকাতায়। এর শাখা ছিল মেঘালয়ের শিলং, পশ্চিমবঙ্গের বহরমপুর এবং বিহারের জামশেদপুরে। এটি শিডিউল্ড বা তফসিলি ব্যাংক সহজ কথায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত ব্যাংক ছিল। এর ব্যবস্থাপনা পরিচালক (এম. ডি) ছিলেন মিঃ এস. সি. পাল।

দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক লিমিটেড
স্থানীয় নাম
নোয়াখালী ইউনিয়ন ব্যাঙ্ক লিঃ
ধরনব্যাংক
উত্তরসূরীজনতা ব্যাংক লিমিটেড
প্রতিষ্ঠাকাল১৯৪০ (1940)
বিলুপ্তিকাল১৯৪৯; ৭৫ বছর আগে (1949)
সদরদপ্তরকলকাতা
প্রধান ব্যক্তি
মিঃ এস. সি. পাল (ব্যবস্থাপনা পরিচালক)
ব্যাংকটির একটি বিজ্ঞাপন।

বিলুপ্ত ও পরবর্তী অবস্থা সম্পাদনা

 
ব্যাংকটির একটি চেকবই।

মাত্র ৯ বছর সেবা প্রদানের পরে ১৯৪৯ সালে এটি দেউলিয়া ঘোষিত হয়। এর অর্থদাবি পরিশোধ সংক্রান্ত কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল যার শিরোনাম ছিল "কার্তিক চন্দ্র পাল ও এএনআর. বনাম নোয়াখালী ইউনিয়ন ব্যাংক লিমিটেড"।[১][২] বাংলাদেশ স্বাধীন হবার পর দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক ও তৎকালীন ইউনাইটেড ব্যাংকের এ দেশীয় শাখাগুলোর সম্পদ একত্র করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খোলা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Karthik Chandra Paul & amr vs Noakhali Union Bank Limited"Indiancanoon.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০১ 
  2. "Noakhali Union Bank Ltd., In Re, Calcutta High Court, Judgment, Law, casemine.com"casemine.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০১ 
  3. "Janata Bank History"Janata Bank। ২০২২-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২১