দি ইউনিভার্সাল প্যাশন

দি ইউনিভার্সাল প্যাশন (The Universal Passion) ব্রিটিশ লেখক জেমস মিলারের একটি হাস্যরসাত্মক নাটক। এটি শেক্সপিয়ারের একটি নাটক Much Ado About Nothing থেকে অনুপ্রাণিত। [১]

নাটকটি প্রথম অভিনীত হয় ইংল্যান্ডের ড্রারি লেনের থিয়েটার রয়ালে ১৭৩৭ সালের ২৮শে ফেব্রুয়ারি। নাটকটির মূল ভাষা হচ্ছে ইংরেজি। [২]

চরিত্র সম্পাদনা

নাটকটিতে মোট ১০টি চরিত্র রয়েছে। এরা হলো গ্রাতিয়ানো, বেলারিও, প্রোথিউস, জোকিউলো, বায়রন, গ্রেমিও, পর্কো, এজিনো, লিবারিয়া ও ডেলিয়া। ড্রারি লেনে নাটকটি যখন অভিনীত হয় তখন এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন উইলিয়াম মিলওয়ার্ড (গ্রাতিয়ানো), উইলিয়াম মিলস (বেলারিও), জেমস কুইন (প্রোথিউস), থিউফিলাস চিবার (জোকিউলো), এডওয়ার্ড বেরি (বায়রন), রিচার্ড উইন্সটন (গ্রেমিও), জন হার্পার (পর্কো), চার্লস ম্যাকলিন (এজিনো), কিটি ক্লাইভ (লিবারিয়া) ও হান্নাহ প্রিচকার্ড (ডেলিয়া)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Findlay p.6
  2. Burling p.6