দিক্তিস
গ্রিক পুরাণে, দিক্তিস ছিল চারজন লোকের নাম।
- দিক্তিস ছিল একজন জেলে ও সেরিফস দ্বীপের রাজা পলিদেক্তেসের ভাই, তারা দুইজনই ছিল মাগ্নেস ও একজন নাইয়াদের পুত্র। সেই দানাই ও পের্সেউসকে সমুদ্রতীর থেকে উদ্ধার করে। পরবর্তীতে পের্সেউস পলিদেক্তেসকে হত্যা করে দিক্তিসকে দ্বীপের রাজা হিসাবে ঘোষণা করে।
- দিক্তিস ছিল সেই নাবিকদের একজন যারা দাওনিসাসকে অপহরণ ও হত্যার চেষ্টা করে কিন্তু দাওনিসাস তাদেরকে ডলফিনে রূপান্তরিত করে।
- দিক্তিস ছিল একজন কেন্তাউর। সে পিরিথৌসের বিয়েতে উপস্থিত ছিল এবং সে লাপিথদের সাথে যুদ্ধ করেছিল। সে পিরিথৌসের নিকট হতে পালিয়ে যাবার সময়ে পাহাড় থেকে একটি গাছের উপরে পড়ে মারা যায়।
- দিক্তিস ছিল পোসাইডন ও আউগেয়াসকন্যা আগামেদের পুত্র।