দালাল স্ট্রীট

মুম্বাইয়ের পথ

দালাল স্ট্রিট ভারতের, মুম্বাই মহানগরীর বাণিজ্যিক কেন্দ্রস্থল, যেখানে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং এর সাথে সম্পর্কিত আর্থিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান অবস্থিত। যখন বম্বে স্টক এক্সচেঞ্জ এর দপ্তর বম্বে সমাচার মার্গ ও হাম্মাম স্ট্রিটের মোড়ে একটি নতুন জায়গায় স্থানান্তর করা হয় তখন সেই রাস্তাটি দালাল স্ট্রিট হিসেবে নামকরণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] দক্ষিণ এশীয় শব্দ দালাল থেকে এই পথটির নাম দালাল পথ হয়েছে বলে মনে করা হয়।[১] এই স্থানটি নিউইয়র্ক সিটির, ওয়াল স্ট্রিট এর অনুরূপ, স্থানটি সমগ্র ভারতের অর্থনীতির মেটোনিম হিসেবে ব্যবহৃত হয়।

দালাল স্ট্রিট নামাঙ্কিত পথফলক

তথ্যসূত্র সম্পাদনা

  1. McGregor, R. S. (১৯৯৩)। Oxford Hindi-English dictionary। Oxford: Oxford University Press। আইএসবিএন 978-0-19-864317-3 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা