দার্জিলিং কাঠঠোকরা

পাখির প্রজাতি

দার্জিলিং কাঠঠোকরা (Dendrocopos darjellensis) কাঠঠোকরা পরিবারের একটি পাখি, যা ভারতীয় উপমহাদেশে, বিশেষত হিমালয় ও তৎসংলগ্ন অঞ্চলে দেখা যায়। 

দার্জিলিং কাঠঠোকরা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Piciformes
পরিবার: Picidae
গণ: Dendrocopos
প্রজাতি: D. darjellensis
দ্বিপদী নাম
Dendrocopos darjellensis
(Blyth, 1845)

বাসস্থান সম্পাদনা

এদের প্রধানত ভুটান, ভারত, মায়ানমার, নেপালতিব্বতে দেখা যায়। এদের প্রাকৃতিক বাসস্থান ক্রান্তীয় ও উপক্রান্তীয় নিম্ন বনভূমি ও পার্বত্য বনভূমি।

বিবরণ সম্পাদনা

এরা মাঝারি আকারের এক কাঠঠোকরা। এদের গ্রীবা হলদে বর্ণের, যা এদের দেখতে এক আলাদা মাত্রা দিয়েছে। এদের সাদা বর্ণের পায়ের উপরের দিকটা কিছুটা কালো। এদের ডানা ও লেজের দিকটাও সাদা বর্ণের হয়। পুরুষদের লাল রঙের গ্রীবা দেখা যায়। এদের শক্ত চঞ্চু আছে। এদের গলার নিচ থেকে সামনের দিকটা কিছুটা হলুদ রঙের হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dendrocopos darjellensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩