দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিডিএফএ) হল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, জাতীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে অনুমোদিত। এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়।

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন
সংক্ষেপেডিএনএইচডিডিএফএ
গঠিত২০২২; ২ বছর আগে (2022)
সদরদপ্তরদমন
যে অঞ্চলে কাজ করে
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, ভারত
সদস্যপদ
৩টি জেলা অ্যাসোসিয়েশন
সভাপতি
অমিত খেমানি
সচিব
ওয়াল্টার পেরেইরা
প্রধান প্রতিষ্ঠান
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)

জেলা এফএ সম্পাদনা

দমন ও দিউ সম্পাদনা

দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিডিএফএ) হল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দমন ও দিউ জেলার ফুটবলের জেলা পরিচালনাকারী সংস্থা।[১]

দাদরা ও নগর হাভেলি সম্পাদনা

দাদরা এবং নগর হাভেলি ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএনএইচএফএ) হল দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দাদরা এবং নগর হাভেলি জেলার ফুটবলের জেলা পরিচালনাকারী সংস্থা।[২]

প্রতিযোগিতা সম্পাদনা

  • দাদরা ও নগর হাভেলি সিনিয়র ডিভিশন লিগ [৩]
  • দমন ও দিউ সিনিয়র ডিভিশন লিগ [৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Daman and Diu Football Association"All India Football Federation। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Dadra and Nagar Haveli Football Association"All India Football Federation। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "Dadra & Nagar Haveli Senior Division League"The Away End। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  4. "Daman & Diu Senior Division League"The Away End। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২