দাগানা জেলা ভুটানের ২০টি জেলার একটি জেলা। এ জেলার বাসিন্দাদের অধিকাংশ জংখা ভাষায় কথা বলে। তবে সারপাং জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নেপালি ভাষাও মাতৃভাষা হিসাবে কথিত হয়।

ইতিহাস

সম্পাদনা

২০০৭ সালের ২৬ এপ্রিল লামোজিংখা ডুংখাগ (উপজেলা) আনুষ্ঠানিকভাবে সারপাং জেলা থেকে দাগানা জেলায় হস্তান্তরিত হয়।[] প্রভাবিত তিনটি গিয়োগ (লামোজিংখা, ডিওরালি ও নিচুলা বা জিনচুলা এবং লামোজিংখা শহর), যেগুলো সারপাং জেলার সর্ব-পশ্চিমাংশে গঠিত ছিল; বর্তমানে সেগুলো দাগানা জেলার সর্ব-দক্ষিণাংশে গঠিত।[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

দাগানা জেলা ১৪টি গিয়োগ বা গ্রাম উন্নয়ন কমিটিতে বিভক্ত;

  • ডোরোনা গিয়োগ
  • ড্রুজেগাং গিয়োগ
  • গিসারলিং গিয়োগ
  • গোশি গিয়োগ
  • কারমালিং গিয়োগ
  • কানা গিয়োগ
  • খেবিসা গিয়োগ
  • লাজাভ গিয়োগ
  • লামোয় জিংখা গিয়োগ
  • নিচুলা গিয়োগ
  • তাশিডিং গিয়োগ
  • টসাংখা গিয়োগ
  • টসেডাগং গিয়োগ
  • টসেজা গিয়োগ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "News Detail"। ২০০৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৩ 
  2. http://www.pc.gov.bt/fyp/Dzongkhags/Sarpang.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]