দেউচা পাঁচামি কয়লা খনি

(দাউচা পাঁচামি কয়লা খনি থেকে পুনর্নির্দেশিত)

দেউচা পাঁচামি কয়লা খনি বা দেউচা পাঁচামি কয়লা ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মহম্মদ বাজার সমষ্ঠি উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউচা ও পাঁচামি এলাকায় অবস্থিত একটি কয়লা খনি। এটি ভারতের বৃহত্তম কয়লা খনি। এই কয়লা খনি বা ব্লকটি বীরভূম কয়লা খনি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের বীরভূম কয়লাক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। প্রায় ১০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত। দেউচায় প্রায় ২১০ কোটি ২০ লাখ টন কয়লা মজুত রয়েছে।[১][২] কয়লা মজুতের পরিমানের হিসাবে এই কয়লা খনিটি ভারতেরএশিয়ার বৃহত্তম[১][২] এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি।[১][৩] এটি পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি।[৪]

দেউচা পাঁচামি কয়লা খনি
অবস্থান
দেউচা পাঁচামি পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
দেউচা পাঁচামি
দেউচা পাঁচামি
পশ্চিমবঙ্গে অবস্থান
অবস্থানদেউচা, পাঁচামি
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত
স্থানাঙ্ক২৩°৫৯′২৬″ উত্তর ৮৭°৩১′২৭″ পূর্ব / ২৩.৯৯০৬° উত্তর ৮৭.৫২৪২৫° পূর্ব / 23.9906; 87.52425
ইতিহাস
চালু২০১৭
মালিক
কোম্পানিবীরভূম কয়লা খনি অঞ্চল
ওয়েবসাইটhttp://www.easterncoal.gov.in/

পরিবহন সম্পাদনা

রেলপথ সম্পাদনা

এই কয়লা খনি থেকে নিকটতম সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন

রাস্তা সম্পাদনা

পানগড়-মোরগ্রাম হাইওয়ে এই কয়লা খনি বা ব্লক দিয়ে গিয়েছে।

গুরুত্ব সম্পাদনা

এই কয়লাখনি থেকে কয়লা তোলার কাজ শুরু হলে কমপক্ষে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই কাজে। এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলে এনটিপিসি-কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা দেওয়া সম্ভব হবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দেউচা পাঁচামি নিয়ে আশ্বাস কয়লামন্ত্রীর"। আনন্দবাজার পত্রিকা। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০ 
  2. "India's largest coal mine coming up at Birbhum: Mamata" 
  3. "World's second largest coal block to settle displaced family first" (ইংরেজি ভাষায়)। economictimes.indiatimes.com। ১১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০ 
  4. "deucha coal block"। ejatlas। 

বহিঃসংযোগ সম্পাদনা