দাইয়েলো নরোদা ১৯১৭ থেকে ১৯১৯ সাল পর্যন্ত দৈনিক সংবাদপত্র ছিল। এটি পেট্রোগ্রাদ থেকে প্রকাশিত হয়েছিল। ১৯১৭ সালের জুনে এটি হয়ে গিয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির অঙ্গ। কাগজটি অস্থায়ী সরকারকে সমর্থন করেছিল এবং কেরেনস্কি ছিলেন এর অন্যতম অবদানকারী। [১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Glossary of Periodicals: Dy"www.marxists.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭