দর্পণ বিসর্জন
দর্পণ বিসর্জন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। পল্লীকবি জসীম উদ্দীন রচিত আয়না গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। এটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহসানুল হক মিনু, মাজনুন মিজান, নওহা মুনির দিহান, অপর্ণা ঘোষ ও এ কে আজাদ।
দর্পণ বিসর্জন | |
---|---|
পরিচালক | সুমন ধর |
প্রযোজক | আমীরুল ইসলাম |
রচয়িতা | সুমন ধর (সংলাপ) |
চিত্রনাট্যকার | সুমন ধর |
উৎস | জসীম উদ্দীন কর্তৃক আয়না |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | মেহেদী রনি |
সম্পাদক | সম্রাট আজাদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
২০১৬ সালের ৭ই জুলাই চ্যানেল আই-তে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ছবিটির "অমৃত মেঘের বারি" গানে কণ্ঠ দেওয়ার জন্য ওয়াকিল আহাদ ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।
কুশীলব
সম্পাদনা- আহসানুল হক মিনু
- মাজনুন মিজান
- নওহা মুনির দিহান
- অপর্ণা ঘোষ
- এ কে আজাদ
- লতা
- শহিদুল ইসলাম শহিদ
- শাহবাজ খান
- আরাফিন আকাশ
- অরনিশা কণা
- নুসরাত জাহান জেরি
- সাব্বির হোসেন জাকির
- মুকুল রানী সাহা
- শুভ্রা সুমী
- রতন সাহা
- জাহিদ
নির্মাণ
সম্পাদনাপল্লীকবি জসীম উদ্দীন রচিত ছোটগল্প আয়না থেকে চলচ্চিত্রটির মূল ভাবনা গৃহীত হয়েছে।[১] চিত্রনাট্য ও সংলাপ লিখেন পরিচালক সুমন ধর। পরিচালক মূলত টেলিভিশন চলচ্চিত্র হিসেবে এর নির্মাণ কাজ শুরু করেন।[২]
২০১৫ সালের ২২শে আগস্ট[২] থেকে মুন্সীগঞ্জ জেলার দীঘিরপাড়ের সরিষা বন গ্রামে ছবিটির চিত্রায়ন শুরু হয়। এই বছরের নভেম্বর মাসে ছবিটির চিত্র ধারণ শেষ হয়।[৩] ২০১৬ সালের ১৫ই জুন ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।[৪]
মুক্তি
সম্পাদনা২০১৬ সালের ৭ই জুলাই ঈদুল ফিতরে চ্যানেল আই-তে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়।[৫]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন নিঃশব্দ, ইয়াসির নির্ঝর ও সমি সাত্তার। এতে সুমন ধর রচিত গীত ছাড়াও লালন, জসীম উদ্দীন ও বিজয় সরকারের গান গৃহীত হয়েছে।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "অমৃত মেঘের বারি" | লালন | সমি সাত্তার | ওয়াকিল আহাদ | |
২. | "একটা ছবি" | নিঃশব্দ | মোঃ শাহীন আহমেদ | ইয়াসির নির্ঝর | |
৩. | "বাওলা বাতাস" | সুমন ধর | ইয়াসির নির্ঝর | আরাফিন আকাশ | |
৪. | "তোমার খোলা হাওয়া" | আবিদ | আবিদ | ||
৫. | "পোষা পাখি উড়ে যাবে" | বিজয় সরকার | বিজয় সরকার | বিজয় সরকার | |
৬. | "একবার আইসা সোনার চাঁদ" | জসীম উদ্দীন | আব্বাসউদ্দীন আহমদ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - ওয়াকিল আহাদ (গান: "অমৃত মেঘের বারি")
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক - সুমন ধর[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পল্লীকবি জসীম উদ্দীনের গল্পে ছবি 'দর্পণ বিসর্জন'"। প্রিয়.কম। ১৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "'আয়না' থেকে 'দর্পণ বিসর্জন'"। দৈনিক প্রথম আলো। ২৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "আসছে 'দর্পণ বিসর্জন'"। দৈনিক ভোরের কাগজ। ২৫ নভেম্বর ২০১৫। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "সেন্সর পেরিয়ে ঈদে 'দর্পণ বিসর্জন'"। দৈনিক আমাদের সময়। ২২ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদে নতুন ছবি 'দর্পণ বিসর্জন'"। দৈনিক কালের কণ্ঠ। ২১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ "সমালোচক পুরস্কার ২০১৬"। দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে দর্পণ বিসর্জন