দন্দুয়া দ্রোহ

(দন্দিয়া বিদ্রোহ থেকে পুনর্নির্দেশিত)

দন্দিয়া বিদ্রোহ (ইংরাজী ভাষা:Dandiya Rebellion) ১৮শ শতকের শেষদিকে আহোম রাজ্যের বরফুকন দেখাশুনা করা অঞ্চল কামরূপে হওয়া এক বিদ্রোহ। স্বর্গদেউ কমলেশ্বর সিংহর সময়ে হরদত্ত এবং বীরদত্ত নামের দুজন ভাই-কাকা বিদ্রোহের নেতৃত্ব ধরেছিলেন।[১] কোচবিহার এবং বির রাজার গোপন সহযোগিতায় তাঁরা কাছাড়ি, পাঞ্জাবী এবং হিন্দুস্তানী শরনার্থীর একটি দল গঠন করেন এবং নিজেদের স্বাধীন ঘোষণা করে প্রায় গোটা উত্তর গুয়াহাটী অধিকার করেন।

উজনি আসামে বুঢ়াগোহাঁই ব্যস্ত থাকার জন্য বরফুকন তাঁর থেকে সহায়তা পাননি। তাঁর হিন্দুস্তানী সৈন্যের একটি দল এবং সাথে স্থানীয় বেলতলা ও ডিমরুবা রাজার কিছু সৈন্যের সাথে ব্রহ্মপুত্র পার করে বিদ্রোহীরা আক্রমণ করেন। হরদত্ত এবং বীরদত্ত পালাতে সক্ষম হলেও পরে তাঁরা ধরা পরেন এবং মৃত্যুদণ্ড দেওয়া হন। বরফুকনকে এর পুরস্কারস্বরূপ প্রতাপ বল্লভ উপাধি প্রদান করা হয়েছিল।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. S. L. Baruah (১৯৯৩)। Last Days of Ahom Monarchy। New delhi: Munshiram Manoharlal Publishers Pvt Ltd। পৃষ্ঠা 151। 
  2. E. A. Gait (১৯০৬)। A History of Assam। Calcutta: Thacker, Spink and Co.। পৃষ্ঠা 214-15।