দত্ত অ্যান্ড বউমা

(দত্ত অ্যান্ড বৌমা থেকে পুনর্নির্দেশিত)

দত্ত & বৌমা হল একটি ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন সিরিজ যা শশী মিত্তাল এবং শশী সুমিত প্রোডাকশন এর সুমিত হুকামচাঁদ মিত্তলের অধীনে নির্মিত। [১] এটি ৩০ শে আগস্ট ২০২১ থেকে প্রতিদিন রাত ৮ টার সময়েকার্লাস বাংলা য় প্রচারিত হচ্ছে।  এটি মারাঠি সিরিজ ঘাটেজ & সন্স এর রিমেক। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আদিত‍্য বক্সী এবং তিতিক্ষা দাস[২] এছাড়াও অনান‍্য চরিত্রে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুমন বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়

দত্ত অ্যান্ড বউমা
ধরননাটক
পারিবারিক নাটক
নির্মাতাশশী সুমিত প্রোডাকশন
লেখকপ্রশান্ত রাঠি
পরিচালকমনোজিৎ মজুমদার
অভিনয়েপাপিয়া অধিকারী
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা
মুক্তি
মূল নেটওয়ার্ককার্লাস বাংলা
মূল মুক্তির তারিখ৩০ আগস্ট ২০২১ –
বর্তমান

কাহিনি সংক্ষেপ সম্পাদনা

শাশুড়ি সাথে বউমার ঝগড়া না দেখিয়ে শ্বশুরবাড়ির সবার সাথে নতুন বউের দারুণ সম্পর্কের গল্প বলা হবে এতে।[৩]

অভিনয়ে সম্পাদনা

  • কৌশিক বন্দ্যোপাধ্যায় মনিলাল দত্তের চরিত্রে
  • পাপিয়া অধিকারী লাবন‍্যবালা দত্ত (ওরফে সোনামার) চরিত্রে
  • সুমন বন্দ্যোপাধ্যায় বাড়ির বড় ছেলে পান্নালাল দত্তের চরিত্রে
  • সৌগত বন্দ্যোপাধ্যায় বাড়ির বড় নাতি প্রবাল দত্তের চরিত্রে
  • সিদ্ধার্থ ঘোষ বাড়ির ছোটো ছেলে হীরালাল দত্তের চরিত্রে
  • কন‍্যাকুমারী চন্দ বাড়ির বড় বৌমার কস্তুরী দত্তের চরিত্রে (প্রবালের মা)
  • সমতা দাস বাড়ির ছোটো বৌমা মৃদুলা দত্তের চরিত্রে (স্বর্নের মা)
  • সায়ন্তনী রায় বাড়ির বড়ো নাতবৌ কাঁকন দত্তের চরিত্রে (প্রবালের বৌ)
  • আদিত‍্য বক্সী বাড়ির ছোটো নাতি স্বর্ণ দত্তের চরিত্রে
  • সস্তিকা ঘোষ প্রবাল ও স্বর্ণের একমাত্র বোন নীলা দত্তের চরিত্রে
  • কিয়ারার চরিত্রে সৌমী ঘোষ (স্বর্নর প্রেমের আগ্রহ)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Entertainment news in Bengali, Latest Tollywood and Bollywood news, Movie News, বিনোদনের খবর, সিনেমা পর্যালোচনা - HT Bangla"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  2. "টেলিভিশনের পর্দায় ফিরছেন পাপিয়া অধিকারী, সৌজন্যে 'দত্ত & বউমা'"Hindustantimes Bangla। ২০২১-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  3. "টেলিভিশনের পর্দায় ফিরছেন পাপিয়া অধিকারী, সৌজন্যে 'দত্ত অ্যান্ড বউমা'"Hindustantimes Bangla। ২০২১-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮