দক্ষিণ সুদানে বহুবিবাহ

দক্ষিণ সুদানে বহুবিবাহ বেশ সাধারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অরাজক পরিস্থিতি।[১] এর সমর্থকরা যেমন রিফর্মড এপিসকোপাল চার্চের আর্চবিশপ গ্যাব্রিয়েল রোরিক (একটি অ্যাংলিকান সম্প্রদায়), তবে বহুবিবাহকে "আফ্রিকান গর্ব" বলে মনে করেন। যারা এর বিরোধিতা করেছিলেন তারা বিবাহের বিষয়ে পশ্চিমা বিশ্বের পদ্ধতির দ্বারা বিপথগামী ছিলেন।[২]

দক্ষিণ সুদানের পুরুষরা সাধারণত তাদের সম্পদ যতবার অনুমতি দিতে পারে ততবার বিয়ে করে - এই সম্পদটি প্রায়শই গবাদি পশুতে পরিমাপ করা হয়। এই দেশে প্রায় ৪০% বিবাহ বহুবিবাহমূলক।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The link between polygamy and war"দি ইকোনমিস্ট। ডিসে ১৯, ২০১৭। 
  2. Anadolu Agency (ফেব্রু ১১, ২০১৫)। "Is polygamy corrupting South Sudan"Daily Sabah। জুলাই ৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।