দক্ষিণ সুদানে ইসলাম

২০১১ সালে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদানইসলাম ধর্মাবলম্বীরা দক্ষিণ সুদানে সংখ্যালঘু সম্প্রদায়। ২০১১ সালে সুদান থেকে পৃথক হবার জন্য আয়োজিত গণভোটকে স্বাগত জানিয়েছিলেন দেশটির মুসলমানরা[১]

১৯৫৬ সালে পরিচালিত এক জরিপ অনুযায়ী, দেশটির ভূখণ্ডে বসবাসকারী অধিকাংশ মানুষই খ্রিষ্টান অথবা উপজাতীয় ধর্মবিশ্বাসে বিশ্বাসী ছিলেন, ১৮% মানুষ ছিলেন মুসলিম[২] কিন্তু ব্যাপক মিশনারী তৎপরতা ও গৃহযুদ্ধের ফলে মুসলিমদের আনুপাতিক হার কমে যায়৷ পাশাপাশি ২০১১ সালে স্বাধীনতার সময় অনেক মুসলিম সুদানে চলে আসেন৷[৩]

২০১২ সালে পিউ রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত এক জরিপ অনুসারে, ২০১০ সালে দেশটির ভূখণ্ডে বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ৬১০,০০০, যা দক্ষিণ সুদানের মোট জনসংখ্যার ৬.২%।[৪][৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "South Sudan's Muslims welcome secession" 
  2. "South Sudan's Muslims welcome secession"Agence France-Presse। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৫ 
  3. INSAMER। "South Sudanese Muslims - İnsamer - İnsamer"INSAMER (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৯ 
  4. "Pew Forum on Religion"। ২১ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯