থ্রিনিমোং সাংতাম

ভারতীয় রাজনীতিবিদ

থ্রিনিমোং সাংতাম (১৯৩৭ – ১৪ ফেব্রুয়ারি ২০২০) ভারতের নাগাল্যান্ডের একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি নাগাল্যান্ড বিধানসভার একজন বিধায়ক ছিলেন। এছাড়া, তিনি নাগাল্যান্ড লোকসেবা আয়োগের একজন সদস্য ছিলেন।

থ্রিনিমোং সাংতাম
নাগাল্যান্ড বিধানসভা
কাজের মেয়াদ
১৯৮৭ – ১৯৮৯
পূর্বসূরীএস. কে. সাংতাম
উত্তরসূরীহোরাংসে সাংতাম
সংসদীয় এলাকালংখিম চারে
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৭
আলিসোপুর, টুয়েনসাং, আসাম, ব্রিটিশ ভারত
মৃত্যু১৪ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৮৩)
টুয়েনসাং, নাগাল্যান্ড, ভারত

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

থ্রিনিমোং সাংতাম ১৯৩৭ সালে টুয়েনসাংয়ের আলিসোপুরে জন্মগ্রহণ করেন।[১] তিনি যোরহাটের ইস্টার্ন থিওলজিকাল কলেজ থেকে ব্যাচেলর অব থিওলজি ও শ্রীরামপুর কলেজ থেকে ব্যাচেলর অব ডিভিনিটি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে, তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব স্যাক্রেড থিওলজি ডিগ্রি লাভ করেন।[১]

জীবনী সম্পাদনা

থ্রিনিমোং সাংতাম ১৯৬৬ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত যোরহাটের ইস্টার্ন থিওলজিকাল কলেজের প্রভাষক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত টুয়েনসাং আঞ্চলিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ১৯৮০ সালের ৯ মে থেকে ১৯৮৬ সালের ৮ মে পর্যন্ত নাগাল্যান্ড লোকসেবা আয়োগের একজন সদস্য ছিলেন।[২] তিনি রাজনীতিতেও যোগদান করেছিলেন। ১৯৮৭ সালে তিনি নির্দল প্রার্থী হিসেবে লংখিম চারে থেকে নাগাল্যান্ড বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৩]

মৃত্যু সম্পাদনা

থ্রিনিমোং সাংতাম ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি টুয়েনসাংয়ে নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে প্রয়াত হন।[১][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ex-MLA Thrinimong Sangtam passes away"Nagaland Post। ১৪ ফেব্রুয়ারি ২০২০। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "List of Members (Past & Present)"Nagaland Public Service Commission। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Nagaland Assembly Election Results in 1987"www.elections.in। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ 
  4. "Ex-MLA Shri. Thrinimong Sangtam passed away today"Nagaland Express। ১৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০