থোরিক ইব্রাহিম (জন্ম ১ ফেব্রুয়ারি, ১৯৬৯) মালদ্বীপের বর্তমান পরিবেশ ও জ্বালানি মন্ত্রী। ইব্রাহিম ১৯৯৫ সালে লফবোরো ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে প্রেস্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অর্জন করেন। স্কুলের পড়া শেষ করার পর, তিনি বিভিন্ন প্রকৌশল এবং প্রকল্প পরিচালনার কাজ হাতে নেন, বিশেষ করে ২০০৪ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত নয়টি বাড়ি পুনর্নির্মাণের প্রকল্প পরিচালক। [১] [২] তিনি অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটসের চেয়ারম্যানও। [৩] ইব্রাহিম বাহ্যিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৭ সালের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্যারিস চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Thoriq, Ibrahim"। iNOCA। মে ২০১০। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Mr. Thoriq Ibrahim"The United Nations Office of the High Representative for the Least Developed Countries, Landlocked Developing Countries and the Small Island Developing State। UN-OHRLLS। ২০১৭। আগস্ট ২১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৩, ২০১৭ 
  3. "Trump shadow hangs over climate talks opening"। BBC। ৮ মে ২০১৭। 
  4. "Paris Agreement is not 'renegotiable'"। AOSIS। ১ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭