ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন

ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন হল ভারতের ত্রিপুরা রাজ্যে গঠিত একটি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা যারা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করে। অনুচ্ছেদ 243K এবং 243 ZA এবং অনুচ্ছেদ ৩২৪ অনুসারে বিধান সহ ভারতের সংবিধান রাজ্য নির্বাচন কমিশনগুলির ক্ষমতা সৃষ্টি এবং সুরক্ষা নিশ্চিত করে৷ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন পৌরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েত এবং ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্দিষ্ট অন্য যেকোনও শহুরে স্থানীয় সংস্থাগুলির নির্বাচন পরিচালনার জন্য দায়বদ্ধ৷ ত্রিপুরার রাজ্যপাল কর্তৃক ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন।

সংস্থার রূপরেখা
গঠিত২৬ এপ্রিল ১৯৯৪
যার এখতিয়ারভুক্তত্রিপুরা
সদর দপ্তরSTATE ELECTION COMMISSION, Tripura : Agartala.PIN: 799006.0381-2415587 (Tel).0381-2418034(Fax).E-mail: comm.sec_tr@gov.in.
সংস্থা নির্বাহী
  • Shri M.L.Dey, IAS(Retd).[১], প্রধান কমিশনার
ওয়েবসাইটsec.tripura.gov.in ceotripura.nic.in

ইতিহাস এবং প্রশাসন সম্পাদনা

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতার অনুরূপ রাজ্যের জন্য ১৯৫০ সালে রাজ্য স্তরের নির্বাচন তত্ত্বাবধানের জন্য ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়েছিল।[২][৩] ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার ত্রিপুরার রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন।[৪][৫] পদের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে হাইকোর্টের বিচারকের জন্য উল্লিখিত কারণ ও পদ্ধতি ছাড়া পদ থেকে অপসারণ করা যাবে না।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "State Election Commission,Tripura"sec.tripura.gov.in। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  2. "WHAT IS ELECTION COMMISSION OF INDIA (ECI)?"। Business Standard India। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  3. "State election panels: Independent of central EC, with similar powers"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  4. "India Code: Section Details"। www.indiacode.nic.in। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  5. "State Election Commissioner Conditions of Service Rules, 1994"। www.bareactslive.com। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 

বহিস্থ সংযোগ সম্পাদনা