তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড

(তোফাজ্জল হোসেন হত্যা থেকে পুনর্নির্দেশিত)

তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড বলতে তোফাজ্জল হোসেন নামে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরদের দ্বারা খুনের ঘটনাকে বোঝানো হয়েছে।[] ঘটনাটি ঘটে ১৮ সেপ্টেম্বর ২০২৪। তাকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয় এবং পরে শিক্ষার্থীরা তাকে নির্মমভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।

তোফাজ্জল হোসেন হত্যা
স্থানফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ১৮ সেপ্টেম্বর ২০২৪
হামলার ধরনগণপিটুনি, হত্যা
ভুক্তভোগীতোফাজ্জল হোসেন
আততায়ীগণফজলুল হক মুসলিম হলের ছাত্ররা
সন্দেহভাজন হামলাকারী দল
৬ জন[]

তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে। ঘটনাটি একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ঘটে। তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে শারীরিক নির্যাতন ও গণপিটুনির শিকার হতে হয়।[] শিক্ষার্থীরা তাকে ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে আঘাত করে। কিছু সময় পরে তাকে ক্যান্টিন থেকে খাবার দেওয়া হয়, খাবার শেষে আবারও তার ওপর নির্যাতন শুরু হয়।[] এই সময়, শিক্ষার্থীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দাবি করে।[]

তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অনলাইন ডেস্ক (২০ সেপ্টেম্বর ২০২৪)। "তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  2. আনন্দবাজার অনলাইন ডেস্ক (২০ সেপ্টেম্বর ২০২৪)। "চোর সন্দেহে যুবককে ধরে ভরপেট খাওয়ালেন ঢাকার ছাত্রেরা, তার পর গণপিটুনি, মৃত্যু! ক্ষোভ বাংলাদেশে"আনন্দবাজার পত্রিকাকলকাতা । সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  3. ঢাবি প্রতিনিধি (১৯ সেপ্টেম্বর ২০২৪)। "ঢাবির হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলা করবে প্রশাসন"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  4. আফ্রাদ, কুদ্দুস; মাঝি, সুমন (২০ সেপ্টেম্বর ২০২৪)। "ভবঘুরেকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা ছাত্রদের, খুন লিগ নেতাও"এই সময় (সংবাদপত্র)ঢাকা 
  5. বরগুনা প্রতিনিধি (২০ সেপ্টেম্বর ২০২৪)। "ঢাবিতে পিটিয়ে হত্যা: ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল, দাবি স্বজনদের"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ 
  6. নিজস্ব প্রতিবেদক (২০ সেপ্টেম্বর ২০২৪)। "তিন দফায় পেটানো হয় তোফাজ্জলকে, অংশ নেন অন্তত ১৫ জন"প্রথম আলোঢাকা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪