তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৫০

১৯৫০ সালের ২২ মে তুরস্কে পরোক্ষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম ক্ষমতাসীন সিএইচপি ছাড়া অন্য দলের প্রার্থীরা অংশগ্রহণ করেন। মহান জাতীয় সভার ৪৭৬ জন সদস্যের মধ্যে ৪৫৩ জন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যা নবম সংসদের সদস্যদের নির্বাচনের পরপরই আইনের প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল। ডেমোক্র্যাট পার্টির চেয়ারম্যান জালাল বায়ার প্রথম রাউন্ডে ৩৮৭ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।[১] তারপর রাষ্ট্রপতি ও সিএইচপির চেয়ারম্যান ইসমত ইনোনু ৬৬ ভোট পেয়ে নির্বাচনে হেরে যান।

তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৫০

← ১৯৪৬ ২২ মে ১৯৫০ ১৯৫৪ →
 
দল ডেমোক্র্যাট পার্টি (তুরস্ক, ১৯৪৬-১৯৬১) সিএইচপি
জনপ্রিয় ভোট ৩৮৭ ৬৬
শতকরা ৮৫.৪৩% ১৪.৫৭%

নির্বাচনের পূর্বে রাষ্ট্রপতি

ইসমত ইনোনু
সিএইচপি

নির্বাচিত রাষ্ট্রপতি

জালাল বায়ার
ডেমোক্র্যাট পার্টি (তুরস্ক, ১৯৪৬-১৯৬১)

ফলাফল সম্পাদনা

প্রার্থীদলভোট%
জালাল বায়ারডেমোক্র্যাট পার্টি৩৮৭৮৫.৪৩
ইসমত ইনোনুপ্রজাতন্ত্রী জনতা দল৬৬১৪.৫৭
মোট৪৫৩১০০
বৈধ ভোট৪৫৩৯৩.০২
অবৈধ/ফাঁকা ভোট৩৪৬.৯৮
মোট ভোট৪৮৭১০০
নিবন্ধিত ভোটার/ভোটদান৪৭৭১০২.১

তথ্যসূত্র সম্পাদনা

  1. Karpat, Kemal H. (অক্টোবর ১৯৭২)। "Political Developments in Turkey, 1950-70": 349–375।