তিস্তা টি বাধ, নাগড়াকুড়া

তিস্তা টি বাঁধ (গ্রোয়েন), নাগড়াকুড়া, উলিপুর, কুড়িগ্রাম। [১] এই টি বাঁধটি প্রায় দশ (১০) কোটি টাকা ব্যায়ে [২] ২০১৭ সালে নির্মাণ কাজ শেষ করে কুড়িগ্রাম জেলা পানি উন্নয় বোর্ড (পাউবো)। এতে করে তিস্তা নদীর পূর্ব পাড় ভাঙ্গন যেমন রোধ করা যাবে তেমনি করা যাবে পূর্বতীরে বাঁধ তৈরীর কাজ। এই টি বাঁধটির কারণে উক্ত এলাকার কয়েক হাজার মানুষ নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে।

এটি ছিল এ এলাকার তথা পুরো উলিপুর উপজেলার ভ্রমণকারীদের একমাত্র স্থান।

কিন্তু সম্প্রতি এই টি বাধটি ক্ষতিগ্রস্ত হয়েছে! বাঁধটির উল্লেখ্যে যোগ্য পরিমাণ ক্ষতি ২০২০ সালের বন্যায় হলেও এর শুরুটা হয়েছিল বাঁধটির নির্মাণকাজ সম্পাদনার পরের বছর হতে। অর্থাৎ, ২০১৮ ও ২০১৯ সালের বর্ষায় এটির ব্যপক ক্ষতি হয়, ঐ সময়ে বাঁধটির প্রায় এক চতুর্থথাংশ যায়গা ভেঙ্গে যায়! এটি ভেঙ্গে গেলে প্রায় ৪০হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে এবং সাথে অভাবনীয় ক্ষতির মুখে পরবেন কয়েক হাজার দরিদ্র ও হত দরিদ্র পরিবার! যাদের বেশির ভাগেরই ভিটে বাড়ি টুকু ছাড়া অবশিষ্ট কিছুই নেই। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তিস্তা নদীর ভাঙনের মুখে নাগড়াকুড়া টি-বাঁধ | Ulipur.com"প্রগতি ও তারুণ্যের উলিপুর (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮ 
  2. "নদী খাচ্ছে ১০ কোটি টাকার টি-বাঁধ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮ 
  3. "উলিপুরে বিলীনের পথে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টি-বাঁধ | সারাদেশ"ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৯