তিররেনীয় সাগর
সাগর
তিররেনীয় সাগর (ইংরেজি: Tyrrhenian Sea; ইতালীয় ভাষায়: Mar Tirreno) ভূমধ্যসাগরের একটি অংশ। এটিকে ইতালীয় উপদ্বীপ এবং সিসিলি, সার্দিনিয়া ও কর্সিকা দ্বীপগুলি আংশিকভাবে ঘিরে রেখেছে। এর উত্তরে লিগুয়ারীয় সাগর। তিররেনীয় সাগর মেসসিনা প্রণালীর মাধ্যমে আয়োনীয় সাগরের সাথে সংযুক্ত।