তিরন্দাজ মাছ

মাছের গণ

তিরন্দাজ মাছ বা আর্চারফিশ এক ধরনের শিকারি মাছ। হলদেটে শরীরে কালো ডোরাকাটা ব্যান্ডেড তিরন্দাজ মাছ সবচেয়ে সুন্দর। প্রায় দেড় মিটার বা পাঁচ ফুট দূর থেকে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারে তিরন্দাজ মাছ। কোনোটির তিরে একসঙ্গে বেশ কয়েক ফোঁটা পানি থাকে আবার কোনোটি বা এক ফোঁটা পানি ছুড়েই শিকার ধরতে পারে।[১]

তিরন্দাজ মাছ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Actinopterygii
বর্গ: Perciformes
উপবর্গ: Percoidei
পরিবার: Toxotidae
Cuvier, 1816
গণ: Toxotes
Cuvier, 1816
Species

seven species: see text.

আকার সম্পাদনা

 
Illustration of an Archerfish shooting water at a bug on a hanging branch.
 
Toxotes blythii

আকারে তেমন বড় নয়। প্রজাতি ভেদে মাছগুলো পাঁচ থেকে ১০ সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে। সবচেয়ে বড়টি ৪০ সেন্টিমিটারের মতো হয়।[১]

প্রাপ্তিস্থান সম্পাদনা

দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকার লোনা জলে এসব মাছের বাস।[১]

শিকার ধরা সম্পাদনা

জন্ম থেকেই তির ছোড়ার গুণ পেয়ে থাকে তিরন্দাজ মাছ। পানির ওপর নুয়ে পড়া গাছের ডাল বা জলজ উদ্ভিদের গায়ে বসে থাকা পোকামাকড় শিকার করতে তির ছোড়ে। এক্ষেত্রে ওদের মুখ হচ্ছে ধনুক, আর পানি হলো তির। ছোটখাটো পোকা থেকে প্রজাপতি পর্যন্ত শিকার করে থাকে তিরন্দাজ মাছ। মুখ ভরে পানি নিয়ে শিকার তাক করে পিচকারির মতো পিচিক করে পানি ছোড়ে। পানির তির খেয়ে পোকা ছিটকে পড়ে পানিতে। তখন পোকাটাকে খায় তিরন্দাজ মাছ।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. তিরন্দাজ আর লড়াকু[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],শরিফুল ইসলাম ভূঁইয়া, সূত্র: লাইফস্টাইল লাউঞ্জ ও অ্যানিমেল প্ল্যানেট অনলাইন, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১১-০১-২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা