তিয়ামাত
তিয়ামাত হচ্ছে মেসোপটেমীয় ধর্মের আদিদেবতাদের একজন। মেসোপটেমীয় ধর্মের আদিদেবতারা হচ্ছেন আব্জু ও তিয়ামাত, লাহমু ও লাহামু, আনশার ও কিশার এবং মুম্মু।
তিয়ামাত হচ্ছে নোনা সাগরের দেবী যিনি মিঠাপানির দেবতা আব্জুর সংগে মিলিত হয়ে তরুন দেবতার জন্ম দেন। তিনি আদি সৃষ্টির প্রতীক। তাকে স্ত্রীরূপে বর্ণনা করা হয়,[৩] এবং উল্লেখযোগ্য একজন হিসেবে বর্ণনা করা হয়েছে।[৪] তিয়ামত সম্পর্কে দুই ধরনের কিংবদন্তি প্রচলিত আছে। এর একটিতে তিয়ামাতকে সৃষ্টির দেবী বলা হয়েছে। নোনা ও মিষ্টি পানির পবিত্র বিবাহে এই মহাবিশ্বের সকল প্রাণীর সৃষ্টি হয়েছে। দ্বিতীয় মতে তিয়ামত ছিলো দানব দেহের এক আদি উপদ্রব।[৫] কিছু সূত্র তার সমুদ্র সর্প বা ড্রাগন সদৃশ ছবি শনাক্ত করেছে।[৬]
ব্যবিলনীয় এপিক কবিতা এনুমা এলিশ অনুসারে তিনি প্রথম প্রজন্মের দেবতাদের জন্ম দিয়েছেন। তার স্বামী আপ্সুকে সিংহাসনচ্যুত করতে আপ্সুর বিরুদ্ধে যুদ্ধে আপ্সু নিহত হয়। তিয়ামাত বৃহৎ সাগর ড্রাগণের রূপ ধারণ করে স্বামীর খুনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তিয়ামত এনকির পুত্র ঝড়দেবতা মারদুকের হাতে নিহত হন। তার খন্ডিত দেহ দিয়ে মারদুক স্বর্গ এবং নরক তৈরি করেন।
বর্ণনাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Bromily, Geoffrey W. (১৯৮৮)। International Standard Bible Encyclopedia। Grand Rapids, Michigan: William B. Eerdmans Publishing Company। পৃষ্ঠা 93। আইএসবিএন 0-8028-3784-0। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ Willis, Roy (২০১২)। World Mythology। New York: Metro Books। পৃষ্ঠা 62। আইএসবিএন 978-1-4351-4173-5।
- ↑ Luzacs Semitic Text and Translation Series (পিডিএফ) (Vol XII সংস্করণ)। পৃষ্ঠা 150-line 122।
- ↑ Luzacs Semitic Text and Translation Series (পিডিএফ) (Vol XII সংস্করণ)। পৃষ্ঠা 124-line 36।
- ↑ Dalley, Stephanie (১৯৮৭)। Myths from Mesopotamia। Oxford University Press। পৃষ্ঠা 329।
- ↑ Such as Jacobsen, Thorkild (১৯৬৮)। "The Battle between Marduk and Tiamat"। Journal of the American Oriental Society। 88 (1): 104–108। জেস্টোর 597902। ডিওআই:10.2307/597902।
প্রাচীন মধ্যপ্রাচ্যের পুরাণ অথবা কিংবদন্তি সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |