তিন শক্তির আধার ত্রিশূল

তিন শক্তির আধার ত্রিশূল হল একটি ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক যা ৩০ আগস্ট ২০২১ -এ বাংলা চ্যানেল কালার্স বাংলায় হয় এবং টিভি টেলিকাস্টের ২৪ ঘন্টা আগেই ডিজিটাল প্ল্যাটফর্ম VOOT এও পাওয়া যায়।এই ধারাবাহিকটির প্রযোজনা করেছে স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন। এবং এই ধারাবাহিকে সুদীপ্তা চক্রবর্তী, টুম্পা ঘোষ, মোনালিসা দাস, এবং দেবলীনা দত্ত মুখার্জী[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

তিন শক্তির আধার ত্রিশূল
ধারা পারিবারিক

অন্যায়ের প্রতিবাদ

নির্মাতা সংস্থা ব্লুজ প্রোডাকশন
নির্মাণেচিত্রনাট্য ও সংলাপ স্নেহাশীষ চক্রবর্তী
দ্বারা পরিচালিত সুমাল‍্য ভট্টাচার্য্য
অভিনয়ে
থিম সঙ্গীত রচয়িতা স্নেহাশীষ চক্রবর্তী
সুরকার স্নেহাশীষ চক্রবর্তী
মাতৃভূমি ভারত
মূল ভাষা বাংলা
পর্বের সংখ্যা ০৭
উৎপাদন
নির্বাহী প্রযোজক রুনা ও সুদীপ ব্লুজ প্রোডাকশন

আরাত্রিকা, অন্বেষা, শুভ্রালী

চিত্রগ্রহন ও সম্পাদনা শুভজিৎ হালদার ও কার্তিক দাস
প্রোমো ও গ্রাফিক্স ওএপি টিম
ক্যামেরা সেটআপ মাল্টি ক্যামেরা
সময় ব্যাপ্তি ২২ মিনিট (প্রায়)
প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশন
পরিবেশক VOOT

viacom 18 Entertainment

মুক্তি
মূল নেটওয়ার্ক কালার্স বাংলা
মূল প্রকাশ ৩০শে আগস্ট ২০২১ - বর্তমান
ডিজিটাল প্লাটফর্ম
VOOT

কাহিনি সংক্ষেপ সম্পাদনা

অভিনয়ে সম্পাদনা

  • তারা চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী
  • তারার মেজোবোন দুর্গার চরিত্রে টুম্পা ঘোষ
  • তারার ছোটোবোন কালীর চরিত্রে মোনালিসা দাস
  • রাখাল তাঁতী চরিত্রে সঞ্জীব সরকার(তারা, দুর্গা, ও কালীর বাবা)
  • তারা, দুর্গা, ও কালীর মা শিবানীর চরিত্রে সাগরিকা রায়
  • রাজনন্দিনী চরিত্রে দেবলীনা দত্ত মুখার্জী
  • বীরের চরিত্রে শুভঙ্কর সাহা
  • সঞ্জয় চরিত্রে সৌম‍্যদীপ মুখার্জী
  • স্বাগতা মুখার্জী
  • জয়িতা চরিত্রে সুদীপা বসু
  • যশোজিৎ চরিত্রে সোহান বন্দ‍্যোপাধ‍্যায়
  • চন্দন সেন
  • প্রীয়া চরিত্রে পিয়ালি বসু
  • বৃষ্টি চরিত্রে সুরভি স‍ান‍্যাল
  • মেঘ চরিত্রে ঝুম কুন্ডু
  • মেঘনা মুখার্জী
  • অদিতি ঘোষ

অভ্যর্থনা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা