বড় ঘণ্টার মন্দির বা দা জোং মন্দির (সরলীকৃত চীনা: 大钟寺; প্রথাগত চীনা: 大鐘寺; ফিনিন: Dàzhōng Sì), এর আসল নাম তা চুং সু মন্দির (সরলীকৃত চীনা: 觉生寺; প্রথাগত চীনা: 覺生寺; ফিনিন: Juéshēng Sì) বৌদ্ধদের একটি মন্দির যা চীনের বেইজিং-এর বেসানহুন সড়কে অবস্থিত।

বড় ঘণ্টার মন্দির

মন্দিরটি ১৭৩৩ সালে সম্রাট ইয়ংলুর শাসন আমলে তৈরি করা হয়েছিল যখন চীনে সম্রাটের শাসন চলছিল (১৬৪৪-১৯১১)। মন্দিরের ভেতর ইয়ংলু বড় ঘণ্টা থেকে মন্দিরটির নামকরণ করা হয়। চীনের বিজ্ঞান একাডেমির এক পর্যবেক্ষণের পর বলা হয়, মন্দিরের ঘণ্টাটি ১২০ ডেসিবল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে এবং এর শব্দ রাতে ৫০ কিলোমিটার দূর থেকেও শুনা যায়।[১] অনেক সংগীতগ্গ এর শব্দকে শ্রুতি মধুর ও অনেক গভীর ও মেলডিয়াস বলে আখ্যা দিয়েছেন। এর ফ্রিকুয়েন্সি ২২ থেকে ৮০০ হাটর্জ।[১]

অ্যাবাউট.কম এর মতে :

ঘণ্টাটির ওজন ৪০ টন। এর উচ্চতা ৫.৫ মিটার ও ব্যাস ৩.৩ মিটার। ঘণ্টাটি শুধুমাত্র এর বড় আকৃতির জন্যই বিখ্যাত না, তার চেয়ে গুরত্বপূর্ণ এর মধ্যে বৌদ্ধ ধর্মগ্রন্থের ২৩০,০০০ টি চরিত্র খোদাই করা।

— অ্যাবাউট.কম

স্থির চিত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা


তথ্যসূত্র সম্পাদনা

  1. "China tour China Tour"। ১৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৩