তাহানূথ হল পূর্ব ও ইসলামিক আরবের প্রথমদিকের একটি ধর্মীয় অনুশীলন, যেখানে অংশগ্রহণকারীরা বিচ্ছিন্ন হয়ে একাকি সময় কাটাত এবং পৌত্তলিকতা থেকে কিছু সময়ের জন্য দূরে সরে থাকতো। [১]

ব্যুৎপত্তি সম্পাদনা

ব্লিকারের মতে তাহানুথ শব্দটি বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। [১] ঐতিহ্যগতভাবে তাহানূথ অর্থ নির্জনতায় সময় কাটানো, যেমনটি ৬ষ্ঠ ৭ম শতাব্দীতে মক্কার প্রধান উপজাতি কুরাইশ এবং নবী মুহাম্মদ দ্বারা অনুশীলন করা হয়, যিনি প্রতি বছর হীরা পর্বতে বিচ্ছিন্নভাবে সময় কাটান, যেখানে তিনি নবুুুয়ত পেয়েছিলেন। [১]

আরোও দেখুন সম্পাদনা

  • হানিফ

তথ্যসূত্র সম্পাদনা

 

বহিঃসংযোগ সম্পাদনা