তাহসীন বাহার সূচনা
তাহসীন বাহার সূচনা হলেন বাংলাদেশী একজন রাজনীতিবিদ। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২] তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন।
তাহসীন বাহার সূচনা | |
---|---|
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩য় মেয়র | |
কাজের মেয়াদ ৯ মার্চ ২০২৪ – ১৯ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আরফানুল হক রিফাত |
উত্তরসূরী | শূন্য |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কুমিল্লা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতা | আ. ক. ম. বাহাউদ্দিন বাহার |
বাসস্থান | কুমিল্লা |
পেশা | রাজনীতিবিদ |
জীবিকা | ডাক্তার |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
সম্পাদনাসূচনা আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে। তার বাবা বাহার বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। সূচনা কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাতাহসীন বাহার সূচনা ২০১৬ সালে ১২ জন সদস্য নিয়ে 'জাগ্রত মানবিকতা' নামে একটি সমাজকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।[৪]
রাজনৈতিক জীবন
সম্পাদনাতাহসীন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন।[৫]
পরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের ৯ মার্চ ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি।[৬]
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর, ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করায় তিনি পদচ্যুত হন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোস্তফা, মোহাম্মদ (২০২৪-০৩-০৯)। "কুমিল্লা সিটির ভোটে তাহসীন বাহার জয়ী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯।
- ↑ কুমিল্লা, জেলা প্রতিনিধি (১৯৭০-০১-০১)। "কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন সূচনা"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯।
- ↑ "মেয়র প্রার্থী হচ্ছেন এমপিকন্যা সূচনা"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "জাগ্রত মানবিকতা পথ প্রদর্শক"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী তাহসীন বাহার"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "বাহারি কেরামতিতে বাহার কন্যাই 'নগরকন্যা'"। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "এবার ১২ সিটির মেয়র অপসারণ"। দৈনিক কালবেলা। ১৯ আগস্ট ২০২৪। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।