হাইয়াতু তাহরির আল-শাম (HTS) বা তাহরির আল শাম হল একটি সিরীয় সুন্নি সশস্ত্র রাজনৈতিক সংগঠন। এটি শুরু থেকেই সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত আছে।[১] ২০১৭ সালে এটি জাবহাতু ফাতাহ আল-শাম, আনসার আল-দ্বীন ফ্রন্ট, জায়েশ আল-সুন্না, লিওয়া আল-হক্ক ও তাহরিকু নুরুদ্দিন আল-জেনকি নামে চারটি সংগঠন একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়। গোষ্ঠীটি বর্তমান প্রাক্তন জাবহাতু ফাতাহ আল-শাম ও আহরার আল-শাম নেতাদের নেতৃত্বে রয়েছে। তবে হাইকমান্ড অন্যান্য গ্রুপের নেতাদের নিয়ে গঠিত।[২]

গঠিত হওয়ার কিছুদিন পর আনসার আল-দ্বীন ফ্রন্ট [৩] ও তাহরিকু নুরুদ্দিন আল-জেনকি তাহরির আল-শাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২২ সালে এটির আনুমানিক ৬,০০০-১৫,০০০ জন সদস্য ছিল। হাইয়াতু তাহরির আল-শাম সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রতি আনুগত্য প্রকাশ করে। এটি ইদলিব প্রদেশে সিরীয় বিরোধীদের একটি বিকল্প সরকার। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. BBC Monitoring (১২ ফেব্রুয়ারি ২০১৭)। "Tahrir al-Sham: Al-Qaeda's latest incarnation in Syria"BBC News। ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  2. "Syria Islamist factions, including former al Qaeda branch, join forces: statement"Reuters। ২৮ জানুয়ারি ২০১৭। ২৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 
  3. "New component split from "Hay'at Tahrir al-Sham""Syria Call। ৯ ফেব্রুয়ারি ২০১৮। ১৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "The Syrian General Conference Faces the Interim Government in Idlib"। Enab Baladi। ১৮ সেপ্টেম্বর ২০১৭। ২৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭