তালুত (আরবি: طالوت, প্রতিবর্ণীকৃত: Ṭālūt) হলেন কুরআনে উল্লিখিত একজন চরিত্র যাকে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের রাজা সাউলের সাথে চিহ্নিত করা হয়,[১] কারণ তাকে ইসরায়েলের মালিক (مَـلِـك, 'রাজা') বলা হয়েছে।

Talut
طالوت‎
অন্যান্য নামSaul (according to Muslim tradition)
পরিচিতির কারণThe first king of Israelites in the Quran.
উপাধিKing of Israel
পূর্বসূরীSamuil
উত্তরসূরীDawud

'তালুত' নামটির ব্যুৎপত্তি সুনির্দিষ্ট নয়। ইব্রীয় বাইবেল এবং কুরআনে উল্লেখিত অন্যান্য নামের থেকে এটি ভিন্ন, যেখানে সাধারণত আরবি নামের সাথে ইব্রীয় নামের মিল থাকে (যেমন ইব্রীয় শָׁאוּל‎, Šāʾūl)। মুসলিম ভাষ্যকারদের মতে, তালুত শব্দের অর্থ "লম্বা" এবং এটি শাউলের (সলোমন) অসাধারণ উচ্চতাকে নির্দেশ করে যা বাইবেলের বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। নামের ব্যাখ্যা হিসেবে, ১১শ শতাব্দীর পণ্ডিত আবু ইসহাক আল-থালাবি-সহ ব্যাখ্যাকারীরা বলেন যে, সেই সময় ইস্রায়েলের ভবিষ্যৎ রাজাকে তার উচ্চতা দিয়ে চিহ্নিত করা হতো। শমূয়েল (স্যামুয়েল) উচ্চতা পরিমাপের একটি ব্যবস্থা তৈরি করেছিলেন, কিন্তু শাউল ছাড়া ইস্রায়েলের আর কেউ সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. M. A. S. Abdel Haleem: The Qur'an, a new translation, note to 2:247.
  2. Leaman, Oliver, The Quran, An Encyclopedia, 2006, p.638.