তালিক লিপি আরবি লিপির একটি ক্যালিগ্রাফিক শৈলী। ফারসি ভাষার প্রয়োজনীয়তা পূরণের জন্য এর প্রণয়ন করা হয়েছে। পারস্যায়িত সমাজগুলোতে এই লিপির ব্যাপক ব্যবহার ছিল। পরে নাস্তালিক লিপি দ্বারা তা প্রতিস্থাপিত হয়।[১] তুর্কি ভাষা[২] এবং অনেক সময় আরবি ভাষায়[৩] নাস্তালিককে তালিক বলে উল্লেখ করা হয়।

তালিক লিপির একটি নমুনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.britannica.com/EBchecked/topic/581497/taliq-script
  2. Derman, M. Uğur (১৯৯৮)। Letters in Gold: Ottoman Calligraphy from the Sakıp Sabancı Collection, Istanbul। New York: Metropolitan Museum of Art। পৃষ্ঠা 17। আইএসবিএন 0810965267 
  3. al-Khattat, Hashim Muhammad (১৯৭৭)। Qawa'id al-Khatt al-'Arabi। Baghdad। পৃষ্ঠা 51।