তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক রাজধানী ঢাকার মিরপুর ১ নম্বরের চটবাড়ি এলাকায় আশুলিয়া বেড়িবাঁধ সড়কের পাশে অবস্থিত। প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এই পারিবারিক বিনোদন কেন্দ্র (Tamanna World Family Park)।[১][২] এটি তামান্না পার্ক নামে বেশি পরিচিত।

২০২৪ সালের ১ জুলাইয়ের তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

বিভিন্ন রাইডার

সম্পাদনা

তামান্না পার্কের উল্লেখযোগ্য রাইডাগুলো হলো-রোলার কোস্টার, ফ্রগ হুপার, কিডস জোন, নাগরদোলা, মেরি গো রাউন্ড, ওয়ান্ডার হুইল, বৈদ্যুতিক মিনি ট্রেন, সোয়ান অ্যাডভেঞ্চার, ফ্রগ হুপার, মনোরেল, প্যারাট্রুপার ও সুইমিংসহ ওয়াটার প্লে-গ্রাউন্ড। বিভিন্ন মূল্যে এই রাইডারগুলো ব্যবহার করা যায়। এছাড়া মিনি চিড়িয়াখানা, তামান্না কনফারেন্স হল, পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। জন্মদিনের পার্টি, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানও করা হয়।[৩][৪][৫]

তামান্না পার্কের ভেতরে দেশি-বিদেশি উল্লেখযোগ্য খাবারগুলো হলো- চিকেন ফ্রাই, চাইনিজ, লুচি, কাবাব, চটপটি, মোগলাই, ভুনা খিচুড়ি, পরোটা, ভাত, পোলাও ও নুডুলস। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা পাওয়া যায়। এছাড়া স্কুল প্যাকেজও রয়েছে।

টিকিট মূল্য

সম্পাদনা

তামান্না পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য ৭০ টাকা। [৬][৭] প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আর অনুষ্ঠানের জন্য স্পট ভাড়া দেওয়া হয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নদীপারের সবুজের সান্নিধ্যে"Prothomalo। ২০১৬-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  2. "তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, মিরপুর - কুহুডাক"। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  3. "সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত"RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  4. "ঈদে খোলা থাকছে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো"banglanews24.com। ২০১৭-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  5. "ঈদে যে বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকছে ঢাকায়"banglanews24.com। ২০১৮-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০ 
  6. "কম খরচেই ঘুরে আসুন মিরপুরের 'তামান্না ওয়ার্ল্ড ফ্যামেলি পার্কে'"www.jagonews24.com। ১১ জুন ২০২৩। 
  7. "ঢাকার কাছেই তামান্না ওয়ার্ল্ড"www.jagonews24.com। ১২ সেপ্টেম্বর ২০১৭।