তাবুকের অভিযান
তাবুক অভিযানে (বা উসরার অভিযান) ইসলামি নবী মুহাম্মদ (সা.) ৯ হিজরি, অর্থাৎ অক্টোবর ৬৩০ খ্রিষ্টাব্দে নেতৃত্ব দেন। এই সামরিক অভিযানে প্রায় ৩০,০০০ যোদ্ধা অংশগ্রহণ করে।[১][২] তাঁরা উত্তর দিকে বর্তমান উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক পর্যন্ত অগ্রসর হন, যা আকাবা উপসাগরের কাছে অবস্থিত।[২]
প্রস্তুতি
সম্পাদনাবাইজেন্টাইনদের সম্ভাব্য আগ্রাসনের গুজব ছড়িয়ে পড়লে,[১] হযরত মুহাম্মদ (সা.) তাঁর অনুসারী ও মিত্রদের দ্রুত অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে মরু অঞ্চলের অনেক আরব এতে আগ্রহ দেখাননি এবং নানা অজুহাত দেন। তখন নবী তাঁদের উৎসাহিত করতে বিভিন্ন উপহার ও প্রণোদনা প্রদান করেন।[৩]
অভিযান
সম্পাদনা৬৩০ খ্রিষ্টাব্দে (৯ হিজরির রজব মাসে)হযরত মুহাম্মদ (সা.) তাঁর বাহিনী নিয়ে উত্তর দিকে তাবুকের দিকে রওনা দেন।[২][৪] এটি ছিল তাঁর সর্ববৃহৎ এবং শেষ সামরিক অভিযান।[২] আলি ইবনে আবু তালিব অন্যান্য বহু অভিযানে অংশগ্রহণ করলেও, নবী হযরত মুহাম্মদের নির্দেশে এই অভিযানে অংশ নেননি, কারণ তাঁকে মদিনায় দায়িত্বে রাখা হয়েছিল।[৫] নবী তাবুকে প্রায় বিশ দিন অবস্থান করেন এবং ওই সময়ে আশপাশের নেতাদের সঙ্গে জোট গড়ে তোলেন।[৪] বাইজেন্টাইন বাহিনীর কোনো উপস্থিতি দেখা না যাওয়ায়,[২] তিনি মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।[১] যদিও তাবুকে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড অনুসারে, এই অভিযানের মাধ্যমে মুহাম্মদ (সা.) বাইজেন্টাইনদের উদ্দেশ্যে শক্তির প্রদর্শন করেন এবং মক্কা থেকে সিরিয়া অভিমুখী বাণিজ্যপথের উত্তরাংশের নিয়ন্ত্রণের ইঙ্গিত দেন।[২]
আরো পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ George F. Nafziger; Mark W. Walton (২০০৩), Islam at War: A History, Praeger Publishers, পৃষ্ঠা 13
- ↑ ক খ গ ঘ ঙ চ Welch, Alford T.; Moussalli, Ahmad S. (২০০৯)। "Muḥammad"। Esposito, John L.। The Oxford Encyclopedia of the Islamic World। Oxford University Press। আইএসবিএন 978-0-19-530513-5।
- ↑ Muir, William (১০ আগস্ট ২০০৩)। Life of Mahomet। Kessinger Publishing Co। পৃষ্ঠা 454। আইএসবিএন 978-0-7661-7741-3।
- ↑ ক খ Richard A. Gabriel (২০০৭), Muhammad: Islam's First Great General , University of Oklahoma Press, পৃষ্ঠা 197, আইএসবিএন 978-0-8061-3860-2
- ↑ Sachedina, Abdulaziz (২০০৯)। "ʿAlī ibn Abī Ṭālib"। Esposito, John L.। The Oxford Encyclopedia of the Islamic World। Oxford University Press। আইএসবিএন 978-0-19-530513-5।