আত-তাবলীগের ভাষাগত অর্থ হল প্রচার, পরিবহন বা পৌছে দেওয়া, এবং এর বিশেষ্য হল বালিগ বা বয়ঃসন্ধি, যেমন বলা হয়: ছেলেটি বালিগ বা পরিণত বয়সে পৌঁছেছে। বুলুগ, আবলাগ, ও তাবলীগ বলতে বোঝায় পৌছানো, পরিবহন, পৌছে দেওয়া, এবং একটি অভিপ্রেত লক্ষ্য বা একটি কাঙ্ক্ষিত সীমাতে পৌঁছে দেওয়া, এই সীমা বা লক্ষ্য একটি স্থান, সময় বা নৈতিকভাবে নির্ধারিত বিষয়গুলির একটি। এ অর্থ থেকে বক্তব্যে অতিরঞ্জনের অর্থ নেওয়া হয়েছে, যা শব্দটিকে বাস্তবসম্মত অর্থের সীমার বাইরে নিয়ে যাচ্ছে। ইসলামী তাবলীগ বা প্রচারের প্রক্রিয়া একটি প্রধান ইসলামী মিশন, যার ভিত্তিতে ইসলাম মানবজীবনে তার সত্তা ও আত্মকে গড়ে তুলেছে।[১][২][৩]

আরও দেখুন

সম্পাদনা

তাবলীগের আয়াত

তথ্যসূত্র

সম্পাদনা